বাচ্চাদের বাংলা বানান শেখানো কতটা কঠিন ও চ্যালেঞ্জিং সেটা যিনি বানান শিখিয়েছেন তিনিই ভাল জানেন। বাংলাদেশে প্রাথমিক স্কুলে অনেক বাচ্চােই ভাল করে বানান না শিখেই ক্লাস প্রমোশন পায়। একটু বড় হলেই এই বাচ্চাগুলো প্রতিষ্ঠানের বোঝায় পরিণত হয়।
যাহোক, আমাদের এই লেখার উদ্দেশ্য হলো কিভাবে সহজে বাচ্চাদের বানান শেখানো যায় সে ব্যাপারে কিছু টিপস শেয়ার কর।
গুরুত্বপুর্ণ টিপসগুলো হলো নিম্নরূপ-
একেবারে শুরুতে বাচ্চাদের কার শেখাবেন না। বরং আদ্যাক্ষর শেখাবেন। যেমন ক- তে কলা । গ- তে গম । আ- তে আম ইত্যাদি।
দ্বিতীয় পদক্ষেপ হলো বানানের শেষ অক্ষর টা শেখানো। যেমন আম এর শেষে ম। ফল এর শেষে ল। পানি এর শেষে ন । ইত্যাদি
তৃতীয় পর্যায়ে এসে কার শেখানো যেমন আ- কার , ই- কার
চতুর্থ পর্যায়ে শেখাবেন ফলা । যেমন ঋ- ফলা প্রভৃতি ।
পঞ্চম পর্যায়ে শেখাবেন যুক্তবর্ণ ।
শেষ কথা হলো এই বানান শেখানোর কাজটি সহজ করার জন্য শিক্ষক অভিভাবকদের কথা মাথায় রেখে রয়ালবাংলা ক্রিয়েটিভ টিম একটি ভিডিও সিরিজ তৈরি করেছে। এই ভিডিও সিরিজটি ধৈর্য সহকারে দেখালে বাচ্চা এমনিতে খুব স্মুদলি বাংলা বানান শিখে ফেলবে। ভিডিওগুলো প্লে করার সময় শিক্ষার্থীর পাশে থেকে একটু ইঙ্গিত দিলে বানান শেখার কাজটি আরও জলবৎ তরলং হয়ে যায়। ভিডিওটিতে যে স্মুদ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে এটি শুনলে শিক্ষার্থী এমনিতেই মনোযোগী হয়ে উঠে। যাহোক ভিডিও সিরিজটির ইউটিউব লিংক এখানে শেয়ার করা হল। আশা করি সবাই এতে উপকৃত হবেন।
সরাসরি ইউটিউব লিংক
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব
চতুর্থ পব
পঞ্চম পর্ব