-
বর্তমান সময়ে নারীদের পাশাপাশি পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা আগের চেয়ে বেড়েছে। স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ম না মানাসহ বিভিন্ন কারণে এ সমস্যা বাড়ছে।
পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা কেন বাড়ছে?
আগের তুলনায় এখন পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা বেড়েছে যেসব কারণেঃ
-
এক
মদপান
-
দুই
ধূমপান
-
তিন
অতিরিক্ত ওজন
-
চার
ব্যায়াম ও হাঁটাচলা না করা
-
পাঁচ
খাবারে ভেঁজাল
-
ছয়
কর্মস্থলে বিষাক্ত পদার্থ থাকলে
-
সাত
বয়স ৪০ পেরিয়ে গেলে, আঁটসাঁট আন্ডারওয়ে পরলে।
কী করবেন
-
ক
মদপান , ধূমপান ত্যাগ করতে হবে
-
খ
অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই কমিয়ে ফেলতে হবে। এই লিংক থেকে জেনে নিতে পারেন কিভাবে অতিরিক্ত ওজন কমাবেন ।
-
গ
পুষ্টিকর খাবার খাওয়া উচিত।
-
ঘ
ঢিলেঢালা আন্ডারওয়্যার পরা
-
ঙ
পর্যাপ্ত পানি পান ও ঠিক সময়ে শৌচাগার যাওয়া দরকার।
-
চ
প্রস্রাব চেপে রাখলে সংক্রমণ এবং তার থেকে শুক্রাণুর সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই সঠিক সময়ে প্রসাব ত্যাগ করতে হবে ।
-
ছ
সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। -
জ
নারী-পুরুষ সবারই বন্ধ্যাত্বের সমস্যায় চিকিৎসা প্রয়োজন। যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, জটিলতা কম হবে। ডাঃ আয়েশা রাইসুল (গভঃ রেজিঃ H-১৫৯৮)
বি.এইচ.এম.এস (ঢাঃ বিঃ), এক্স-হাউজ ফিজিসিয়ান
বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।
চেম্বারঃ খান ক্লাসিকেল হোমিওপ্যাথি।
উওর কাজীপাড়া,মিরপুর, ঢাকা।
হেল্পলাইনঃ 01916-023571, 01976-023572 (রিসিপসন)।
ডাঃ আয়েশা রাইসুল |
পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা কেন বাড়ছে ? |
বন্ধ্যাত্ব |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
ইউরিন ইনফেকশন: কারণ ও প্রতিরোধের উপায় |