দুই বছর আগেও এই অভিযোগ এত শুনিনি।কিন্তু গেলো ৬ মাসে ৯০% আমার পেশেন্ট ই শিশু। এবং এদের ভেতর ৬০ ভাগ ই কথা বলছে না,কম বলছে বা দেরিতে বলছে! এই ধরনের বিষয় গুলো নিয়ে আমাদের দেশে গবেষণা কম।
যদি সঠিক গবেষণা হতো তাহলে জানা যেত, কেনো এবং কি হারে বাড়ছে এই সমস্যা! ডায়াবেটিস এর মতোই ঘরে ঘরে এই সমস্যা গুলো প্রকট হারে বাড়ার আগেই প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানা প্রয়োজন।
আপনার শিশুর ১ বছরে ১ টি শব্দ 'পানি' এবং ২ বছরে ২ টি শব্দ 'পানি দাও' বলার কথা। এবং শব্দ গুলোর প্রয়োগ হতে হবে অর্থপূর্ন। মানে পানি যখন প্রয়োজন তখন সে এই শব্দ বলবে। আপনাকে যখন ডাকবে 'মা' বলবে। যখন তখন যত্র তত্র এই শব্দের প্রয়োগ করবে না।
যদি এই দুই লক্ষণ গুলো আপনার কাছে মনে হয় দেখছেন না তবে বয়স ২ বছর থাকতেই যোগাযোগ করুন শিশু বিকাশ কেন্দ্রে। পরামর্শ নিন স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট এর। নিয়মিত সেশন নিন। মেডিসিন এর যেমন একটা কোর্স থাকে তেমনি থেরাপি সেশন গুলো নিয়মিত চালিয়ে যেতে হয়। তাহলে একটা কার্যকরী ফলাফল আসে।
আর সবচেয়ে গুরত্বপূর্ন বিষয় হলো সময়। ছোট কালের জুতা বড় হয়ে পড়তে পারবেন? না। কারন ৩ বছর বয়সে আপনার পায়ের গড়ন যা ছিলো ৬ বছরে তা পরিবর্তন হয়ে গেছে। ব্রেইন টাও তাই।ধীরে ধীরে জং ধরবে। সন্দেহ হওয়ার সাথে সাথেই ট্রিটমেন্ট শুরু করুন।দেরী করবেন না। যত অল্প বয়স থেকে যেমন ২ বছর বয়স থেকেই স্টিমুলেশন পেলে সমস্যা অনুযায়ী সমাধান আসবে।
স্পিচ থেরাপিস্ট এর পরামর্শ গুলো শুনুন। এবং অবশ্যই যেই থেরাপিস্ট এর কাছ থেকে সেবা নিচ্ছেন তার ডিটেইলস জেনে নিবেন। কারন এখন ব্যাঙের ছাতার মত অনেক সেন্টার গড়ে উঠেছে এবং নিজেকে থেরাপিস্ট পরিচয় দেয়া অনেকেই দেখা যাচ্ছে তার সেই বিদ্যার উপর কোন ডিগ্রি নেই।
অনেক ভালো স্পিচ থেরাপিস্ট আছে যাদের প্রচার প্রচারনা কম!যারা ভালো কাজ করেন তাদেরকে প্রমোট করুন জানান সবাইক। তাহলে যারা অসাধু তারা সুযোগ পাবে না।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dietitian (Ex)
Samorita Hospital
Mobile:
01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153