অনেকেই মনে করেন স্তন ক্যান্সার শুধু মায়ের দিকের আত্মীয় থেকে পারিবারিক ভাবে পেতে পারেন। বাবার দিকের আত্মীয় থেকে নয়। বিষয়টি কিন্তু সঠিক নয়। বাবার দিকের আত্মীয় থেকে ও আমরা এই রোগটি পেতে পারি।
ছেলেদের স্তন ক্যান্সার হয় না। এটিও কিন্তু ভুল ধারণা। শতকরা একভাগ ক্ষেত্রে ছেলেদেরও স্তন ক্যান্সার হতে পারে। আর যদি কোন পরিবারে যদি কোন ছেলে সদস্যদের ক্যান্সার আক্রান্ত হবার ইতিহাস থাকে, তবে সেই পরিবারের মেয়েরাও স্তন ক্যান্সারের ঝুঁকিতে বেশি থাকেন। কারন ধারনা করা হয় যে ছেলেদের স্তন ক্যান্সারে জিনগত ক্রটি থাকে যা জিনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের বাকিদের কাছেও যেতে পারে।
শুধু স্তন ক্যান্সারের নয়, পারিবারিকভাবে ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সার এর আক্রান্ত হবার ইতিহাসও গুরুত্বপূর্ণ। কারন এই দুটি অংগসমূহের ক্যান্সার আক্রান্ত একই জিন এর কারনে হতে পারে।
এগুলো কে বলে BRCA1 & BRCA 2 জিন।
এছাড়াও যদি পরিবারের কোন সদস্য কম বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হন , যদি কোন সদস্য দুই স্তনে ই ক্যান্সার এর ইতিহাস থাকে। কোন মহিলার নিজের এক স্তনের ক্যান্সার আক্রান্ত হলে তার অন্য স্তনের ক্যান্সার আক্রান্ত হবার সম্ভাবনাও অনেক বৃদ্ধি পাবে।
কাজেই পারিবারিক ইতিহাস জানুন এবং গুরুত্ব দিন।
সাধারণত আমাদের দেশে মাসিকবন্ধ হবার আগেই ক্যান্সার আক্রান্ত হবার ইতিহাস বেশি। যদিও বাহিরে এই আক্রান্ত হবার হার মাসিক বন্ধ হবার পর বেশি।
তাই এই সময়ে স্ক্রিনিং এর জন্য যে ম্যামোগ্রাম করা প্রয়োজন সেটি করার পূর্বে নিশ্চিত হওয়া প্রয়োজন যে আপনি গর্ভধারণ করেছেন কিনা।
আপনার ডাক্তারকে আপনার মাসিকের সময় বলে নির্ধারণ করে নিন আপনার জন্য কখন এই পরীক্ষা নিরাপদ।
জেনে রাখা প্রয়োজন যে গর্ভবতী মহিলারাও ক্যান্সার আক্রান্ত হতে পারেন। তাই গর্ভবতী মহিলাদের এই সময়েও অবশ্যই সচেতনতা প্রয়োজন। বিশেষত গর্ভবতী অবস্থায় যেহেতু স্তনের আকার আকৃতি অনেক পরিবর্তন হয় তাই এই সময়ে ক্যান্সারে আক্রান্ত হলে তা নির্নয় করা কঠিন হয়ে পড়ে।
তাই সামান্য পরিবর্তন মনে হলে সাথে সাথেই আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। সন্দেহ জনক হলে ডাক্তারের পরামর্শ মত থ্রি ডি ম্যামোগ্রাম করা যায়। শিল্ডিং করে করলে এতেও বাচ্চার ক্ষতি হবার সম্ভাবনা অনেক কম।
কাজেই পারিবারিক ইতিহাস জানুন, নিজেকে জানুন, সচেতন হোন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrLailaShirinOncoSurgeon
লেখক
ডাঃ লায়লা শিরিন
সহযোগী অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrLailaShirinOncoSurgeon