মেয়েদের মুখে ছেলেদের মতো লোম কেন হয়?
এর অনেক গুলো কারণ আছে,এর মধ্যে একটি হচ্ছে পুরুষ হরমোন বেড়ে যাওয়া। এছাড়া ইনসুলিন কাজ না করতে পারা,পরিবেশগত ও জেনেটিক কারণ ও আছে।
এটা কাদের বেশী হয়?
যাদের ওজন বেশী তাদের বেশী হয়।
কি কি হরমোনাল কারনে এটা হয়?
থাইরয়েড হরমোনের সমস্যা , PCOS, পুরুষ হরমোনের আধিক্য (Adrenal disorders) এ ছাড়া কিছু মেডিসিনের জন্যও হতে পারে
এটা কি চিকিৎসায় ভালো হয়?
একটু সময় সাপেক্ষ চিকিৎসা,ভালো হয়।
এটা থাকলে কি কি সমস্যা হতে পারে?
বাচ্চা নিতে পরবর্তীতে সমস্যা হতে পারে, আর ডায়াবেটিস , হাই প্রেসারের রিস্ক বেশী থাকে।
এজন্য কোন বিশেষজ্ঞ দেখাতে পারি?
একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন।
ধন্যবাদ
ডা. মো মাজহারুল হক তানিম
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ। কনসালটেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল ঢাকা এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সাভার।
চেম্বার - সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মালিবাগ, ঢাকা।