শিশুদের প্রথম দুধ দাঁত/ অস্থায়ী দাঁত ওঠা শুরু হয় ৬-১০ মাস বয়স থেকে। দাঁত ওঠার প্রক্রিয়া পর্যায়ক্রমে ২.৫-৩ বৎসর পর্যন্ত চলতে থাকে। মুখের মাড়ি ভেদ করে দাঁত ওঠার এ প্রক্রিয়াকে টিথিং বলে। এসময় বাচ্চাদের মধ্যে কিছু পরিবর্তনের লক্ষণসমূহ দেখা যায়, যার কারণে বাবা-মা চিন্তিত হয়ে ওঠে।
টিথিং এর লক্ষণসমূহ:
১. ঠিকমতো খেতে না চাওয়া / পরিমানের থেকে কম খাওয়া
২. খিটখিটে মেজাজ/ সবসময় কান্নাকাটি করা
৩. হাত অথবা আশে-পাশের সব কিছু মুখে দেয়া এবং কামড়ানোর চেষ্টা করা
৪. মুখ থেকে বেশি বেশি লালা নির্গত হওয়া
৫. মাড়িতে অনেক সময় লাল রঙের ঘা এর মতো আবরণ তৈরী হওয়া/ মাড়ি ফুলে যাওয়া
৬. রাতে ঠিকমতো না ঘুমানো এবং কান্নাকাটি করা।
প্রতিকার:
১. টিথিং একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা সকল বাচাদের ক্ষেত্রেই ঘটে থাকে। কিন্তু টিথিং এর লক্ষণসমূহ সকল বাচ্চাদের মধ্যে দেখা যায় না। এসকল লক্ষণসমূহ সাধারণত দাঁত ওঠার সাথে সাথে ভালো হয়ে যায়।
২. লক্ষণসমূহের তীব্রতা বেশি দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষুধ খাওয়াতে হবে।
৩. বাচ্চাদের প্যাসিফাইয়ার/ টিথিং টয় ব্যবহারের মাধ্যমে লক্ষণের তীব্রতা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে।
৪. প্রতিনিয়ত মাড়ি আঙুলের মাধ্যমে অথবা ভেজা কাপড় দিয়ে মেসেজ করে দিতে হবে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
লন্ডন অর্থোন্ডটিক এন্ড ডেন্টাল।
ডাঃছাদিক, স ডেন্টাল সার্জারি।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrS-MSadique-105600987900812