অধিকাংশ চিকিৎসক গর্ভাবস্থার ৬ থেকে ৯ সপ্তাহের মধ্যে প্রথম প্রেগ্ন্যাসি প্রোফাইল করতে বলেন। ভ্রূণের প্রথম হৃদস্পন্দন ৫ থেকে ৬ সপ্তাহে সনাক্ত করা যায়।
এই সময়ে নিন্মুক্ত কারণে আল্ট্রাসনোগ্রাম করা প্রয়োজনঃ
* গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য।
* ভ্রূণের হৃদস্পন্দন (হার্টবিট) জানতে
* শিশুর গর্ভকালীন বয়স নির্ধারণ করে সম্ভাব্য প্রসব সময় (EDD) ঠিক করা
* একাধিক গর্ভাবস্থা ( Twin/Triplet/Quadruplet) জানতে এবং প্লাসেন্টা, জরায়ু, ডিম্বাশয় সম্বন্ধে বিস্তারিত পরীক্ষা করতে
* এক্টোপিক গর্ভাবস্থা নির্ণয় করতে (যখন ভ্রূণ জরায়ুতে সংযুক্ত থাকে না)
* ভ্রূণের যে কোনও অস্বাভাবিক বৃদ্ধির সন্ধান করতে।
* মোলার প্রেগন্যান্সি, ফেনটম প্রেগন্যান্সি (pseudocyesis) ইত্যাদির সম্ভাবনা বাতিল করতে।
* ইনকম্পিট গর্ভপাত (incomplete abortion), মিসড এবরশন (missed abortion) নির্ণয় করতে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Rumas-Ultrasound-109856337478413
লেখিকা
ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)
MBBS,MSc(Australia),FCGP,CMU,DMU, Advanced Training on TVS,Fetal Echo,Anomaly Scan,Paediatric Ultrasound,Musculoskeletal Ultrasound, Duplex Doppler,Infertility & Gynae Ultrasound,From Dhaka,Mumbai, Channai, Delhi, Gujarat.
Consultant Sonologist
Aalok HeathCare Ltd
ঠিকানাঃ
Ruma's Ultrasound
* আলোক হেলথকেয়ার লি.
প্রধান শাখা, মিরপুর ১০, ঢাকা ১২১৬।
সময়ঃ সকাল ৮.০০ টা থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত।
* আলোক হেলথকেয়ার লি.
৩য় শাখা, আলবা টাওয়ার
মিরপুর ১১.৫, ঢাকা ১২১৬।
সময়ঃ সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত্র ১১.০০ টা পর্যন্ত। (শুক্রবার বিকাল বন্ধ)
এপয়েন্টমেন্ট এর জন্য
+8801892696007 (শুধু মাত্র আল্ট্রাসনোগ্রামের জন্য)
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Rumas-Ultrasound-109856337478413