আপনার আচরনের বহি:প্রকাশ ই আপনার সন্তানের ভবিষ্যৎ আচরন কেমন হবে সেটা জানিয়ে দিবে! ছোট বাচ্চারা ওটা এটা ফেলে, খেলে, নষ্ট করে! কিন্ত সব সময় ই যদি আপনি চিল্লান বাচ্চা আতংকে বড় হবে। তবে এখানে একটা বিষয় আছে যেটা আমাদের সমাজে অনেক বেশি প্রাকটিস হয়, বাচ্চার কিছু ভুল হলেই মাকে দোষারোপ করা। অনেক সময় মায়ের মানসিক অবস্থা খারাপ তার আশেপাশের মানুষের কারনেই হয়। হয়তো বাচ্চার বাবা ঠিকমতো খোঁজ রাখে না সময় দেয় না।শশুরবাড়ির লোকজন কথা শুনাতেই থাকে। এইসব কারনে অনেক সময় মায়ের মানসিক প্রেশার বেশি থাকে। ফলে মা বাচ্চার উপরে রাগ দেখায়। তাই মাকে মানসিক প্রশান্তি তে রাখলে বাচ্চাও ভালো থাকবে। বিষয় টা পরোক্ষভাবে দেখার কিছু নাই। সরাসরি সম্পর্ক আছে বাচ্চা ও মায়ের মেন্টাল হেলথ এর! অবহেলা করলে আপনার সন্তানের ই ক্ষতি। তাই কেবল মায়ের দোষ নয়, সন্তানে পালনে ভালো বা খারাপ সব দায়ভার ই পরিবারের সবার উপরেই বর্তায়!!!
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dietitian (Ex)
Samorita Hospital
Mobile:
01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/ নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153