আমাদের দেশে গড়ে ১৮ জন নারী মারা যায় জরায়ু মুখ ক্যান্সারে। নীরব ঘাতক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) জরায়ু মুখ ক্যান্সারের প্রধান কারণ (৯৯% ক্ষেত্রে)।
জরায়ু মুখ এই ভাইরাস দ্বারা যৌনমিলনের সময় আক্রান্ত হয়। শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতার কারণে ৯৮% ক্ষেত্রে এই ভাইরাস আর থাকে না। ১-২% ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মহিলাদের HPV থেকে যায়। তাদের একটি অংশ পরবর্তীতে ক্যান্সার হওয়ার আগের অবস্থা (CIN) এবং পরবর্তীতে ক্যান্সার হতে পারে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধক টিকা এই রোগের দীর্ঘ প্রতিরোধে সক্ষম। এটি-ই একমাত্র ক্যান্সার যা টিকা প্রদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। ১০০ ধরনের এইচপিভি ভাইরাস আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে এইচপিভি ১৬, ১৮, ৬ ও ১১ জরায়ু ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ।
জরায়ু মুখ এই ভাইরাস দ্বারা যৌনমিলনের সময় আক্রান্ত হয়। শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতার কারণে ৯৮% ক্ষেত্রে এই ভাইরাস আর থাকে না। ১-২% ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মহিলাদের HPV থেকে যায়। তাদের একটি অংশ পরবর্তীতে ক্যান্সার হওয়ার আগের অবস্থা (CIN) এবং পরবর্তীতে ক্যান্সার হতে পারে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধক টিকা এই রোগের দীর্ঘ প্রতিরোধে সক্ষম। এটি-ই একমাত্র ক্যান্সার যা টিকা প্রদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। ১০০ ধরনের এইচপিভি ভাইরাস আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে এইচপিভি ১৬, ১৮, ৬ ও ১১ জরায়ু ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ।
* ক্যান্সার হয়ে যাওয়ার পর টিকা দিলে কোনো কাজে আসে না বা ক্যান্সারের গতিরোধ করতে পারে না।
* বিয়ে বা যৌন সম্পর্ক শুরু হওয়ার আগেই এই টিকা নেয়া উচিত কারণ এইচপিভি ইনফেকশনে জরায়ুতে পরিবর্তন হতে শুরু করলে টিকা তা দমন করতে পারে না।
* গর্ভাবস্থায় এ টিকা নেয়া এখনও অনুমোদন হয়নি।
* এ টিকা গ্রহণকারীকেও নিয়মিত জরায়ু মুখ পরীক্ষা (পেপস টেস্ট) করাতে হবে।
লেখিকা
ডাঃ হাসনা হোসেন আখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অবস এন্ড গাইনী)
ট্রেইন্ড ইন ল্যাপারস্কপি এন্ড ইনফার্টিলিটি স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ এবং ল্যাপারস্কপিক সার্জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
নিয়মিত রোগী দেখছেন: মার্কস কনসালটেশন সেন্টার।
প্রতিদিন : বিকেল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত।
সিরিয়াল : 01729-269437.
সিরাজ মার্কেট (২য় তলা), কচুক্ষেত, ঢাকা-১২০৬। (ফুট ওভার ব্রিজের পাশে)
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.hasnahossain