আপনি আপনার শিশুকে নিয়ে কোথাও গেলে হেজিটেশনে ভোগেন? সে কিছু একটা ভেঙে ফেলল অনেক জোরে চিৎকার করলো অন্য শিশুদের সাথে জোরে জোরে দৌড়াদৌড়ি করে খেলা করলো তাতে আশেপাশের মানুষ বিরক্ত হবে এই ভেবে আপনি হেজিটেশনে ভুগেন? কিন্তু কেন ভাববেন। শিশুরা থাকলে ঘর নোংরা হবে, দুজন -পাঁচজন একসাথে বসলে অনেক জোরে কথা কাটাকাটি হবে বা মারামারি হবে, পড়ে গিয়ে ব্যথা পাবে-এটাই কি স্বাভাবিক না! এটাকে অস্বাভাবিক ভাবার যে লোকগুলো আসলে কি তাদের মাথায় সমস্যা না? চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুব দরকার একটি শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য। এখনকার বাবা-মারা আসলে চায় মোবাইলটা দিয়ে বাচ্চা চুপ হয়ে বসে থাকুক। এটা হেলদি প্র্যাকটিস না। অন্য বাচ্চার বাবা-মা ও চায় অন্যের বাচ্চাটা শান্তশিষ্ট ভদ্র হোক। কিন্তু শিশুদের জাজমেন্টাল আচরণের মধ্য দিয়ে কারোরই নেওয়ার অধিকার নেই । যে শিশুটি সারাদিন ঘরের মধ্যে চুপচাপ করে বসে থাকে বা খুব শান্তশিষ্ট ভদ্র সেই শিশুটিও যে কোন জায়গায় যেয়ে হঠাৎ একটা মিসবিহেব বা অন্য ধরনের আচরণ করতেই পারে। শিশু মানে শিশু শিশু সুলভ আচরণই তাদের ভিতরে শোভা পাবে, তাদেরকে বড়দের মতো আচরণ করতে বাধ্য করাটা আমি মনে করি এক ধরনের অন্যায়।
হ্যাঁ তাই বলে যে আপনার শিশুকে আপনি ভদ্রতা জ্ঞান দিবেন না শান্ত শিষ্ট থাকতে বলবেন না অথবা দুষ্টুমি করতে প্রশ্রয় দিবেন সেটা না , আমি সেটা বুঝাতে চাচ্ছি না।
একটা উদাহরণ দেই আমার কাছে অনেক সময় বেশ কিছু শিশু আসে। রুমে ঢোকার সাথে সাথেই বাবা মা তখন বলে এটা ধরো না ওটা করোনা এখানে চুপ করে বস চুপ করে ম্যাডামের কথা শোনো এই যে কথাগুলো তাকে বললে তার ভিতরে নেগেটিভ ইম্প্যাক্ট করে সেটা অনেক বাবা মা বোঝে না। নতুন একটা জায়গায় নতুন জিনিস দেখলে তারা ধরবে বা নিবে এটা খুবই স্বাভাবিক। এতে আমি কিছু মনে করব না বরঞ্চ সে যদি মনে করে যে এই এনভায়রনমেন্টটা তার জন্য খুব ফ্রেন্ডলি তাহলে খুব সহজে সে আমার কথা শুনবে। আর তার কাছে বারডেন মনে হলে সে দ্বিতীয় বার আমার কাছে কোনদিনও আসবেনা।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DietitianMunira
লেখক
পুষ্টিবিদ সিরাজাম মুনিরা
কনসালটেন্ট ডায়েটিশিয়ান
ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DietitianMunira