ফোবিয়া বা অস্বাভাবিক ভীতিকে বর্ণনা করা হয় একটি স্থায়ী/দীর্ঘস্থায়ী ভয় হিসেবে যা কোনো বস্তু অথবা স্থান হতে পারে। যার ফলে ভুক্তভোগী বহুক্ষণ ধরে বাস্তবে রূপ নেবে ধারণা করে এর থেকে দূরে থাকে বা মানসিক চাপে থাকে। ভয় মনের অবচেতন স্তরের একটি মানসিক অবস্থা যার নির্দিষ্টতা আছে কিন্তু ভয় যখন নির্দিষ্টতা অতিক্রম করে তখন একে ভয়রোগ বা ভীতিরোগ বা ফোবিয়া বলে।
মনস্তাত্ত্বিক ফোবিয়া :
- Autophobia: একাকিত্বের ভয়।
- Aichmophobia: তীক্ষ্ণ বা ধারালো বস্তুর ভয়।
- Emetophobia: বমি করার ভয়।
- Erythrophobia: Pathological blushing
- Ablutophobia: স্নান,ধোয়া-মোছা বা পরিষ্কার করার ভয়।
- Acousticophobia: শব্দ ভীতি।
- Acrophobia: উচ্চতা ভীতি।
- Algophobia: ব্যথার ভয়।
- Androphobia: মানুষের ভয়।
- Anthrophobia: মানুষের সঙ্গী হওয়া বা এ জাতীয় ভয়।
- Anthophobia: ফুলের ভয়।
- Arachnophobia: মাকড়শার ভয়।
- Astraphobia: বিদ্যুৎ চমক বা বাজ পড়ার ভয়।
- Aviophobia: উড়ার ভয়।
- Glossophobia: জনসম্মুখে কথা বলার ভয়।
- Cibophobia: খাবারের প্রতি ভয়।
- Decidophobia: সিদ্ধান্ত নেওয়ার ভয়।
- Gelotophobia: হাসাহাসি করার ভয় (নিজেকে নিয়ে)।
- Heliophobia: সূর্য বা সূর্যের আলোর ভয়।
- Tetraphobia: ৪ সংখ্যায় ভয়।
- Thanatophobia: মারা যাওয়ার ভয়।
- Traumatophobia: আঘাতপ্রাপ্ত হওয়ার ভয়।
- Trypanophobia: সূচ বা ইঞ্জেকশনের ভয়।
- Xenophobia: বিদেশি বা অচেনা কিছু বা লোকের ভয়।
- Xylophobia: গাছ বা বন জঙ্গলের ভয়।
এছাড়া আরো অনেক ফোবিয়া রয়েছে। এর মধ্যে কোন ফোবিয়াতে আপনি আক্রান্ত?
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrMuhid
লেখক
ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম
সায়েন্টিফিক অফিসার
বিআইএইচএস হসপিটাল কোভিড-১৯ ল্যাব, ঢাকা
অনলাইন কনসালট্যান্ট ,বায়োমেড ডায়াগনস্টিক এন্ড রিসার্চ ল্যাবরেটরি
চিকিৎসা পরামর্শ নিতে এপয়েন্টমেন্ট নিন:
০১৬৮১২৫৬৩৩১
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrMuhid