পর্ব ২
কারো ক্যান্সার ধরা পরলে প্রথমে জানতে চেষ্টা করুন এটি কোথায় আর কি ধরনের ক্যান্সার।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে স্তন , পায়ুপথ , পাকস্থলীর ইত্যাদি। সব ধরনের ক্যান্সার কিন্তু প্রাথমিকভাবে নিরাময়যোগ্য। কিন্তু কোন কোনটা চিকিৎসায় খুব ভালো ফল পাওয়া যায়। এর মধ্যে স্তন এবং পায়ুপথের / বৃহদান্ত্রের ক্যান্সার উল্লেখযোগ্য। তুলনামূলক ভাবে পাকস্থলী, অগ্নাশয়, লিভার, পিত্তথলির ক্যান্সার কিছুটা বেশি মারাত্মক বিশেষত যদি এগুলো কিছুটা পরের পর্যায়ে ধরা পরে ।
সব ক্যান্সার এর ক্ষেত্রেই কোন পর্যায়ে (আমরা stage বলি) রোগ ধরা পড়েছে এটা জানা জরুরি। কারন এর উপর ভিত্তি করে কোন পদ্ধতিতে চিকিৎসা আগে নিতে হবে তা নির্নয় করা হয়। যেমন সার্জারী, কেমোথেরাপি এগুলো কোনটা আগে দিতে হবে। আপনি হয়তো ভাবছেন, ক্যান্সার হয়েছে এক্ষুনি অপারেশন করে ফেলবো, যা টাকা লাগে লাগুক, তাহলে আমি ভালো হয়ে যাবো। বিষয়টি এতটা সহজ না। এইজন্যই পরিকল্পনা জরুরি। যেটি আসলে ক্যান্সার বিশেষজ্ঞগন করবেন, কিন্তু এ বিষয়টি সম্বন্ধে আপনার ধারনা থাকা আর বুঝতে পারাটা জরুরি।
কোথায় কোথায় চিকিৎসা নিতে পারেন? আপনার এই পর্যায়ের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন চিকিৎসা সরকারি ক্যান্সার হাসপাতালে হয় আবার অনেক দামী বেসরকারি হাসপাতালেও হয়। এখন আপনি চিকিৎসার জন্য সবচেয়ে নামী সবচেয়ে বড় হাসপাতালে বেছে নিলেন। শুধুমাত্র পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে আপনি প্রচুর খরচ করে ফেললেন, পুজি শেষ করে ফেললেন। আপনি বাকি চিকিৎসা এবং ফলোআপ নিতে পারলেন না। তাহলে এটি কিন্তু আপনার রোগের দীর্ঘ মেয়াদি ভালো থাকা অনিশ্চিত করে তুলবে।
তারমানে কিন্তু এই না যে আপনি বড়, নামি হাসপাতালে যাবেন না। যেখানে আমরা সবাই জানি আমাদের লোকসংখ্যার তুলনায় সরকারি ব্যাবস্থাপনা অপ্রতুল। এখানে মূল বক্তব্য এই যে আপনার ব্যায় সংক্রান্ত পুরো বিষয়টি পরিকল্পনার অন্যতম অংশ এবং এটি অবশ্যই চিন্তা করবেন। আবার টাকার কথা মাথায় রেখে এমন কোথাও যাবেন না যাতে আপনি আংশিক চিকিৎসা বা অসম্পূর্ণ চিকিৎসা করতে পারেন যা আসলে চিকিৎসা না শুরু করার থেকেও মারাত্মক হয়ে যেতে পারে। ক্যান্সারের চিকিৎসার প্রটোকল সম্বন্ধে ধারনা নেই এমন কোন স্থান বা ব্যাক্তি বা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়া আপনার জীবনের জন্য হুমকি হতে পারে।
কাজেই চিকিৎসা শুরু করার আগেই সিদ্ধান্ত নিন। অর্থনৈতিক অবস্থা অবশ্যই বিবেচনায় আনুন। চলবে..
ডাঃ লায়লা শিরিন
সহযোগী অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrLailaShirinOncoSurgeon