পর্ব ৩
সৃষ্টি কর্তা আমাদের সবাইকে সুস্থতা দিন। তারপরও যদি ক্যান্সার নির্নয় হয়ে যায় তাহলে সম্ভাব্য কি কি বিষয় গুরুত্ব দিতে পারেন।ক্যান্সারের বিখ্যাত প্রতিষ্ঠান MAYO clinlic অনুযায়ী -
- আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন। চিকিৎসা পদ্ধতি কি কি আছে তা নিয়ে আপনার Golden rule কি হবে তা আগেই নির্ধারণ করুন। যেমন আপনি আপনার ডাক্তারের কাছে কি আর কতো টুকু জানতে চান।
- আপনি যে চিকিৎসা বিষয়ক পদ্ধতি আছে তা জেনে আপনার মতামত অনুযায়ী চিকিৎসা নিতে চান কিনা, না কি ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা নিতে চান। যেমন ধরুন আপনার স্তনের ক্যান্সার হয়েছে, আপনি কি স্তন ফেলে দিতে চান না রেখে অপারেশন করতে চান। যেহেতু প্রাথমিক পর্যায়ে অপারেশন যোগ্য ক্ষেত্রে দুটোর ফলাফল একই। আপনার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।
- বাস্তবতা উপলব্ধি করুন আপনি কি রোগে ভুগছেন এবং কতদূর পর্যন্ত ফলাফল আশা করতে পারেন, তা উপলব্ধি করুন। যেমন ধরুন আপনার পায়ুপথের ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছেন এটি মলদ্বারের খুবই কাছে এবং আপনার পায়ুপথ ঘুরিয়ে পেটে করে দিতে হবে এবং সম্পূর্ণ ফেলে দিতে হবে। এখন এই বাস্তবতায় আমাদের দেশে আমরা যে রুগীকে চিকিৎসা যোগ্য অবস্থায় পাই তাদের বেশিরভাগ চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকেন। কবিরাজি হোমিওপ্যাথি করে রোগ ছড়িয়ে যাবার পর আসেন। তখন পায়ুপথের ক্যান্সার চিকিৎসার অযোগ্য হয়ে যায়, অথবা পায়ুপথ ফেলে আপনি যতদিন বাঁচতে পারতেন তা অনেক কমে যায়। আসলে এসব ক্ষেত্রে রোগী তার জীবনের বিনিময়ে পায়ুপথ রক্ষায় সচেস্ট হন। যার বিনিময় তার নিজের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়ে। ( অন্যান্য অনেক ক্যান্সার এর ক্ষেত্রেই বাস্তবতা উপলব্ধি করা খুবই জরুরি)
চলবে..
ডাঃ লায়লা শিরিন
সহযোগী অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrLailaShirinOncoSurgeon