অ্যামালগাম (Amalgam) ফিলিং যা আমাদের অনেকের কাছে পরিচিত কালো ফিলিং নামে। অনেকেই এই ফিলিং দিয়ে থাকেন রোগীর মুখে কারণ এটা দামে সস্তা, স্থায়িত্ব বেশি। কিন্তু অনেকেই যেটা জানেন না, এই ফিলিং এ থাকে এক প্রকার নিউরোটক্সিন যার নাম - 'মার্কারি'। এই মার্কারি ধীরে ধীরে ক্ষয় হয়, হয়ে জমা হয় আপনার শরীরে। যা আপনার শরীরের জন্য মাত্রাতিরিক্ত খারাপ। এ বাদের অ্যামালগাম ফিলিং আপনার দাঁতের আর যেসব ক্ষতি করে তার মধ্যে রয়েছে -
১) এটা আপনার দাঁতকে দূর্বল করে ফেলে।
২) দাঁতে শিরশিরে অনুভূতি'র জন্ম দেয়।
৩) এই ফিলিং দেওয়ার ফলে দাঁত ভেঙ্গে যেতে পারে বা দাঁতে ফাটল ধরে।
৪) এই ফিলিং দাঁতে দিতে আপনার দাঁতের ভালো অংশ কেটে ফেলতে হয়।
৫) এই ফিলিং এর অন্যতম উপাদান 'মার্কারি' থেকে বিভিন্ন রোগ হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়।
৬) এই ফিলিং আপনার দাঁতের রঙ এর সাথে মেলে না।
এর সমাধান হিসেবে আধুনিক ডেন্টিস্ট্রি'তে ব্যবহৃত হচ্ছে Composite Resin Fillings। এতে ক্ষতিকারক অ্যামালগাম নেই, দাঁতের রঙ এর সাথে ফিলিং এর রঙ মিলে যায়, দাঁতের ভালো অংশ ফেলে দিতে হয় না এই ফিলিং দিতে, দাঁতকে শক্ত করে এবং কোন প্রকার শিরশিরে অনুভূতির জন্ম দেয় না।
সিদ্ধান্ত আপনার হাতে। ক্ষতিকর অ্যামালগাম ফিলিং মুখে রাখবেন নাকি তার পরিবর্তে Composite Resin ব্যবহার করবেন। কারণ মনে রাখবেন মুখ আপনার শরীরের প্রবেশদ্বার এবং দাঁত দিয়ে চিবানোর পরেই সব খাবার পেটে যায়। এমনকি বাংলাদেশে সরকারি ভাবে এই ফিলিং ব্যবহার নিষিদ্ধ। তাই এমন ফিলিং আপনার মুখে থাকলে দ্রুত তা পরিবর্তন করে ফেলুন।
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
ডাঃ তারিকুল সরকার (তারেক)
বি,ডি,এস (ডি, ইউ) সি,ডি,সি
পি.জি.টি (ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
বি.এইচ.এস (আপার)
বি.এম.ডি.সি রেজি:৮০৮৯
এক্স মেডিকেল অফিসার,সিটি ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
স্পেশাল ট্রেনিং অন কসমেটিক্স ডেন্টিস্ট্রি
রোগী দেখার সময় :
শুক্র, শনি, রবি ও সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য যোগাযোগ:
০১৬৭৪-৮০০৩৩৩
০১৭৫৪-১০২৩২৩
ডাঃ তারেক ডেন্টাল সলিউশন
স্থান: সেন্ট্রাল হাসপাতাল,সদর রোড বাজীর মোড়, নরসিংদী।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.tareqdenlsolution