অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত খাবার খাওয়ার জন্য আমরা অনেক ডায়েরিয়া,জ্বর বমির রোগী পাই। এটাকে আমরা বলি Acute Gastroenteritis.
ডায়েরিয়া,বমি পেট খারাপ প্রতিরোধে করনীয় -
১।খাবার বিশেষ করে তেল- চর্বি জাতীয় খাবার পরিমান মত খাওয়া।
২।ভাজা পোড়া কম খাওয়া।
এরকম হলে করনীয়-
১।বেশি করে ওরস্যালাইন খেতে হবে।
২।জ্বর থাকলে ১ গ্রামের প্যারাসিটামল ( যেমন Tab.Ace power) তিন বলে খেতে পারেন।
৩।বমি হলে বমির ওষুধ Tab.Emistat খেতে পারেন।
৪।পাতলা পায়খানা না কমলে বিশেষজ্ঞ চিকিৎসক বা এম বি বি এস ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক খেতে পারেন।এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ ভালো কাজ করে।অবশ্যই কোর্স শেষ করতে হবে শুরু করলে।
৫।এর পরেও না কমলে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে।
৬।ডায়াবেটিস, উচ্চরক্তচাপ থাকলে অতি দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।
লেখক
ডাঃ মো: মাজহারুল হক তানিম
এম বি বি এস ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
ডি ইএম ( বারডেম)
এফ সি পি এস মেডিসিন ( শেষ পর্ব)
এম এ সি পি ( আমেরিকা)
মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ।
চেম্বার:- ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল ঢাকা।
কিশোরগঞ্জ চেম্বার : হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার, স্টেশন রোড কিশোরগঞ্জ।
সিরিয়াল- 01670-465423 ( what's app)
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/drmhtanim