পর্ব ৩
আপনি কি পুরো পুরি রোগ নিয়ন্ত্রনে রাখতে চান?
- তাহলে প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয় এবং চিকিৎসা শুরু করুন।
- আপনার ক্যান্সার এর পর্যায় অনুযায়ী প্রয়োজনে কেমোথেরাপি / অন্য থেরাপি শুরু করুন।
- অনেকের ধারণা ক্যান্সার ধরা পরার সাথে সাথে অপারেশন করাই একমাত্র চিকিৎসা। কিন্তু সব সময় এটি প্রযোজ্য নয়।
ক্যান্সারের এই প্রটোকল অনুসরণ করলে সাময়িক দেরি অথবা অসুবিধার বিনিময়ে আপনি দীর্ঘদিন ক্যান্সার মুক্ত থাকতে পারেন।
- যদি খুবি খারাপ বা ক্যান্সার গারিয়ে যাবার পর আপনি চিকিৎসার জন্য আসেন তাহলে এটি উপলব্ধি করা জরুরি যে চিকিৎসা নিয়ে এইক্ষেত্রে
পুরো পুরি রোগমুক্ত থাকা সম্ভব নয়। এসব ক্ষেত্রে চিকিৎসা নিন রোগ নিয়ন্ত্রণে রাখার এবং উপসর্গগুলো স্বস্তিকর পর্যায়ের মধ্যে রাখার জন্য।
আপনি কি চিকিৎসা পদ্ধতি বেছে নিতে চাচ্ছেন সে বিষয়ে পরিপূর্ণ ভাবে জানুন।
- যেমন ধরুন অপারেশন এর সম্ভাব্য খরচ, যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যাবহার হতে পারে তার মূল্যমান, কেমোথেরাপি বা আনুষাঙ্গিক চিকিৎসা ব্যাবস্থা এবং সহজলভ্যতা ইত্যাদি।
- সব চিকিৎসা বা সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি সব যায়গায় নেই। কাজেই এই জাতীয় পরিস্থিতি অবশ্যই আমলে নেয়া জরুরি।
- আবার আপনি হয়তো কোনো ভাবে সেখানে চিকিৎসা নিলেন কিন্তু পরবর্তী পর্যায়ের চিকিৎসা এবং ফলোআপ নিতে পারলেন না, খরচ বেশি বা অনেক দূরে থাকার কারনে। সেক্ষেত্রে আপনি আপনার কাংখিত চিকিৎসা ফলাফল না পেতে পারেন।
মনে রাখতে হবে ক্যান্সার চিকিৎসা একটা সম্মন্বিত চিকিৎসা পদ্ধতি। এটা একটা জার্নি, একটা পথ যে পথে আপনাকে হাটতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত। তাই পুরো পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ।
চলবে..
ডাঃ লায়লা শিরিন
সহযোগী অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrLailaShirinOncoSurgeon