বৃহদান্ত্রের খুব কমন সমস্যা হচ্ছে IBS । আমাদের পরিচিত অনেকেই হয়ত IBS এ আক্রান্ত।এ রোগটা কিছুটা অস্বস্তিকর। মাঝে মাঝে কিছু খেলেই এমনকি মানসিক চাপে থাকলেও এই রোগের লক্ষন বেড়ে যায়।বারবার বাথরুমে ছোটাছুটি করা লাগে।প্রায়ই রোগীরা পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যে ভোগে ।
লক্ষন
- পেট ব্যাথা
- পেট ফেঁপে থাকা
- পেট কামড়ানো
- পাতলা পায়খানা হয়ে যাওয়া বা পায়খানা শক্ত হয়ে যাওয়া
কেন হয়?
- বৃহদান্ত্রের মাংশপেশীর সংকোচন-প্রসারন বেশি বেড়ে গেলে পাতলা পায়খানা বেড়ে যায় আবার সংকোচন-প্রসারন বেশি কমে গেলে পায়খানা শক্ত হয়ে যায়।
- বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্রের নার্ভ সাপ্লাই বা স্নায়ুর সমস্যা হলে
- মানসিক চাপ বাড়লে
- বিভিন্নধরনের খাবার যেমনঃ
▪️গমের তৈরি খাবার
▪️সাইট্রাস বা টক ফল
▪️বিভিন্নধরনের বীজ
▪️বাধাকপি
▪️কোমল পানীয়
কারা ঝুকিতে আছেন?
* পুরুষদের চেয়ে মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়
* মেনোপজের আগে বা পরে আক্রান্ত হওয়ার ঝুকি বেশি বাড়ে
* মানসিক চাপ,দুশ্চিন্তা, ডিপ্রেশন ।
কখন ডাক্তার দেখাবেন?
* রাতে পাতলা পায়খানা হলে
* প্রায়শই বমি হলে
* গিলতে অসুবিধা হলে
* প্রায়শই পেট ব্যথা হলে যা মলত্যাগ বা বায়ু ত্যাগ করলেও কমেনা।
IBS এ আক্রান্ত হলে চিকিৎসকের শরনাপন্ন হোন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrMuhid
লেখক
ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম
সায়েন্টিফিক অফিসার
বিআইএইচএস হসপিটাল কোভিড-১৯ ল্যাব, ঢাকা
অনলাইন কনসালট্যান্ট ,বায়োমেড ডায়াগনস্টিক এন্ড রিসার্চ ল্যাবরেটরি
চিকিৎসা পরামর্শ নিতে এপয়েন্টমেন্ট নিন:
০১৬৮১২৫৬৩৩১
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrMuhid