স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজের গুণাগুণ অনেক। আমাদের হাতের নাগালে থেকেও আমরা এর অনেক গুণ সম্পর্কে ভাল করে জানি না। আসুন পেঁয়াজের পুষ্টি ও ভেষজগুনাগুনাবলী জেনে নেয়া যাক-
পেঁয়াজে আছে--
৮৬.৮ শতাংশ পানি
১.২ শতাংশ প্রোটিন
১০.৬ শতাংশ শর্করা জাতীয় পদার্থ
০.১৮ শতাংশ ক্যালসিয়াম
০৪ শতাংশ ফসফরাস
০.৭ শতাংশ লোহা থাকে
এছাড়া পেঁয়াজে থাকে ভিটামিন এ, বি ও সি।
স্বাস্থ্যতথ্য--
১) ঠান্ডা লেগে মাথা ব্যথা হলে ১ চামচ পেঁয়াজের রসের সাথে দ্বিগুণ পানি মিশিয়ে একবার খেলে ব্যথা কমে যাবে।
২) বার বার বমি হলে চার-পাঁচ ফোঁটা পেঁয়াজের রস পানিতে মিশিয়ে সেই পানি খেলে বমি হওয়া বন্ধ হয়ে যাবে।
৩) পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। তাই ফোঁড়া বা ঘা হলে তা পেঁয়াজের রস দিয়ে ধুলে তাড়াতাড়ি সেরে যায়। এছাড়া পোকামাকড়ে সৃষ্ট ক্ষতস্থানে পেঁয়াজের রস সমান কার্যকরী।
৪) একটুকরো পেঁয়াজ কপালের উপর রেখে দিলে তা জ্বরের পার্শ্ব প্রতিক্রিয়া দূর করে।
৫) হেঁচকি উঠলে পেঁয়াজের রস মিশানো পানি খেলে হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে।
৬) জ্বর জ্বর ভাব হলে পেঁয়াজের রস নাক দিয়ে টেনে নিলে জ্বর জ্বর ভাব চলে যাবে।
৭) পেঁয়াজ খাদ্য হজমে সহায়তা করে।
৮) শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধির মাধ্যমে পেঁয়াজ রক্তে সুগার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রন করে । এছাড়া কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃ্দপিন্ড সুস্থ্য রাখে।
৯) বাত ব্যথার রোগীরা নিয়মিত পেঁয়াজ খেলে ব্যথা কম থাকবে। তিলের তেল বা ক্যাস্টর ওয়েলের সাথে পেঁয়াজ হাল্কা ভেজে ব্যবহার করলে শরীরের বিভিন্ন ব্যথা উপশমে সহায়তা করে।
১০)পেঁয়াজের রস নাক দিয়ে টেনে নিলে তা নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করে বা কমিয়ে দেয়।
১১) ঘুমের সমস্যা বা ইনসমনিয়ার ক্ষেত্রে প্রতিদিন একটি পেঁয়াজ খাদ্য হিসেবে গ্রহন করা গেলে তা ঘুমের সমস্যা দূর করে দেয়।
১২) পেঁয়াজ দাঁতের ক্ষয় রোধ করে।
১৩) কিছু প্রজাতির কালো তিল দূরীকরনে পেঁয়াজ কাজে দেয়
১৪) কাঁচা পেঁয়াজ অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর করে।
১৫) পেঁয়াজ স্মৃতি শক্তি বাড়ায় এবং স্নায়ুবিক দুর্বলতা দূর করে।
১৬) পেঁয়াজ খেলে শরীরের অতিরিক্ত ইউরিক এসিড বের হয়ে যায়।
তবে মাথায় রাখতে হবে যে প্রয়োজনের অধিক কোনোকিছুই স্বাস্থ্যবান্ধব নয়
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Nutritionist.Iqbal
লেখক
পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন
বিএসসি (সম্মান), এমএসসি (প্রথম শ্রেণী) (ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি)
পুষ্টি কর্মকর্তা
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
জাকির হোসেন রোড, খুলশি।
চট্টগ্রাম।
চেম্বারঃ
সার্জিস্কোপ হাসপাতাল, ইউনিট-২, কাতালগঞ্জ, চট্টগ্রাম।
প্রতিদিন সন্ধ্যা ৫ঃ৩০-৮ঃ০০ টা
চেম্বারঃ
হাটহাজারী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, হাটহাজারী, চট্টগ্রাম। প্রতি বুধবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Nutritionist.Iqbal