পুরুষদের শরীরে এক বিশেষ ধরনের হরমোন তৈরী হয়।যার নাম টেস্টোস্টেরন ।এই হরমোনের প্রভাবেই পুরুষালী বৈশিষ্ট প্রকাশ পায়।কিন্তু অনেকের শরীরে পর্যাপ্ত পরিমানে টেস্টোস্টেরন হরমোন তৈরী হয় না।যার ফলে নানাবিধ সমস্যা দেখা দেয়।টেস্টোস্টেরন হরমোন শরীরে কম থাকলে কি কি সমস্যা হয় দেখে নেয়া যাক
লক্ষনঃ
➡️ মাংসপেশি সুগঠিত হয় না শরীর থলথলে হয়ে যায়
➡️ কন্ঠস্বর ফ্যাসফ্যাসে হয়
➡️ সেক্স ড্রাইভ কমে যায়
➡️ শারীরিক দুর্বলতা
➡️ শারীরিক মিলনের সময় ঠিকমত ইরেকশান বা লিংগ উত্থান হয় না
➡️পুরুষাঙ্গ সুগঠিত হয় না
➡️ ইনফার্টিলিটি
➡️ মানসিক হতাশা দেখা দেয়
➡️ গাইনকোমেশিয়া বা পুরুষদের স্তন বড় হয়ে যেতে পারে
➡️ হাড়ের ঘনত্ব কমে যায় এবং Osteoporosis (অস্টিওপোরোসিস) হতে পারে
➡️ মনোযোগের অভাব
আমাদের দেশে সেক্স টপিকটা ট্যাবু কারন আমাদের কারিকুলামে এ নিয়ে তেমন কোন আলোচনা নেই।এসব বিষয় নিয়ে পরিবারের সাথেও কথা বলতে দ্বিধা হয়। কিন্তু আমাদের আশেপাশের অনেকেই এসব সমস্যায় ভুগেন।অনেক বিবাহিত পুরুষরা এই কারনে সাংসারিকভাবে অসুখি থাকেন।আর এর উপর ভর দিয়ে চলে বিভিন্ন হারবাল - ইউনানি - কবিরাজির রমরমা ব্যবসা।যাচ্ছেতাই স্টেরয়েডের প্রয়োগে সাময়িক কিছু উপকার পেলেও পরবর্তীতে তা স্থায়ী ড্যামেজ করে ফেলে।তাই এমন সমস্যায় পড়লে রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।সবার সুস্বাস্থ্য কামনা করছি।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrMuhid
লেখক
ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম
সায়েন্টিফিক অফিসার
বিআইএইচএস হসপিটাল কোভিড-১৯ ল্যাব, ঢাকা
অনলাইন কনসালট্যান্ট ,বায়োমেড ডায়াগনস্টিক এন্ড রিসার্চ ল্যাবরেটরি
চিকিৎসা পরামর্শ নিতে এপয়েন্টমেন্ট নিন:
০১৬৮১২৫৬৩৩১
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrMuhid