loading...









loading...

Royalbangla
ডাঃ মোহাম্মদ ইব্রাহিম আলী
ডাঃ মোহাম্মদ ইব্রাহিম আলী

মূত্রতন্ত্রের পাথর (urinary stone) (উপসর্গ, চিকিৎসা ও প্রতিকার)

টিপস

মূত্রতন্ত্রের পাথর একটি অন্যতম ইউরোলজিক্যাল সমস্যা। এর কারনে মুত্রনালীর সংক্রমন, হাল্কা থেকে প্রচন্ড ব্যাথা এমনকি কিডনী ফেইলরও হতে পারে। এজন্য মূত্রতন্ত্রের পাথর সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকা অত্যাবশ্যক।

মূত্রতন্ত্রের পাথর সমস্যা কি?

মূত্রে থাকা অম্লীয় ও ক্ষারীয় পদার্থের স্ফটিক (crystal) সমূহ কোন কারনে জমাট বেধে একত্রিত হয়ে দানাদার পদার্থে রুপান্তরিত হয়ে পাথর তৈরী করে। ছোট ছোট পাথর কনাগুলো সাধারনত প্রসাবের সাথে বের হয়ে যায়। অনেকগুলো কনা জমে বড় আকারের পাথর তৈরী হলে তা কিডনী বা মূত্রতন্ত্রের যেকোন স্থানে আটকে গিয়ে সমস্যা সৃষ্টি করে।

কারনঃ

মূত্রতন্ত্রের পাথরের প্রকৃত কারন এখনও অজানা। কারো কারো মতে খাদ্র্যাভাস এ রোগের কারন। কিন্তু একই খাবার খেয়ে পরিবারের সবার কিন্ত কিডনীতে পাথর হয়না। অনেকেই নিম্নলিখিত কারনগুলোকে দায়ী করে থাকেন-

১। কম পানি খাওয়ার অভ্যাস অথবা গ্রীষ্মপ্রধান দেশে বাস করা

২। ঘনঘন মূত্রতন্ত্রের সংক্রমন

৩। মূত্রতন্ত্রের জন্মগত গঠনগত সমস্যা

৪। মূত্রতন্ত্রের মূত্র সঞ্চালনে অবরোধ

৫। দীর্ঘ সময় শয্যাশায়ী থাকা

৬। প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যা

৭। অধিকমাত্রায় ক্যালসিয়াম ও ভিটামিন সি সেবন

৮। রক্তের ইউরিক এসিড আধিক্য ইত্যাদি।

লক্ষনসমূহঃ

অনেক রোগীর কোন উপসর্গ থাকেনা। তবে অধিকাংশ রোগী নিম্নলিখিত সমস্যা নিয়ে আসতে পারে-

১। কোমরের দুইপাশ থেকে কুচকি হয়ে নাভির নিচ পর্যন্ত ব্যাথা- পাথরের অবস্থান অনুসারে ব্যাথার অবস্থান ও তিব্রতা ভিন্ন হতে পারে।

২। প্রসাবে জ্বালাপোড়া বা ঘনঘন সংক্রমন

৩। প্রসাবের সাথে রক্ত যাওয়া

৪। জ্বর, বমি বমি ভাব, শরীর ফুলে যাওয়া

৫। প্রসাবের সাথে ছোট ছোট পাথরকনা যেতে পারে।

রোগ নির্ণয়ঃ

urinary stone

সাধারন কিছু পরীক্ষাতেই পাথর রোগ ডায়াগনোসিস করা যায়-

১। আলট্রাসনোগ্রাম (USG)

২। উইরিন আরএমই (Urine RME)

৩। রক্তের ক্রিয়েটিনাইন মাত্রা (S. Creatinine)

৪। এক্স রে কেইউবি (X Ray KUB)

৫। আইভিইউ/সিটি স্ক্যান (IVU/CT)

চিকিৎসাঃ

মূত্রতন্ত্রের সব পাথরের চিকিৎসা প্রয়োজন হয়না। ছোট ছোট পাথরকনা সাধারন প্রস্রাবস্রোতেই বের হয়ে যেতে পারে। এ ধরনের রোগীদের বেশি করে পানি খেতে বলা হয় এবং হাল্কা দৌড়ঝাপ করতে বলা হয়। পাথর যদি মূত্রতন্ত্রের কোথাও ব্লক করে বা ব্লক করার সম্ভাবনা থাকে তাহলেই কেবল চিকিৎসার প্রয়োজন হয়। পাথরের চিকিৎসার সময় পাথরের আকার, অবস্থান, রোগীর বয়স, উপসর্গ এবং কিডনীর গঠন ও কার্যকারীতা বিবেচনা করে অপারেশন পদ্ধতি নিরাধারন করা হয়।

দুই ধরনের চিকিৎসা রয়েছে-

১। ওষুধের সাহায্যে চিকিৎসা- কিছু ওষুধ রয়ছে পাথরকে দ্রবীভুত করে, কিছু ওষুধ মূত্রনালীকে প্রসারিত করে পাথর বের হতে সাহায্য করে। সাধারনত ছোট পাথর, কিডনীকে ক্ষতিগ্রস্থ করেনি এমন ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি অনুসরন করা হয়।

২। অপারেশন-

ক। পেট না কেটে- এটা আধুনিক ও সর্বাধিক গ্রহনযোগ্য চিকিৎসা। প্রযুক্তিগত উন্নতির ফলে পেট না কেটে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে পাথর বাইরে থেকে ভেঙ্গে গুড়া করা হয় অথবা বের করা হয়। প্রস্রাবের নালীতে সরু যন্ত্র ঢুকিয়ে তার অগ্রভাগের ক্যামেরায় পাথর দেখে তা লেজার বা অন্যান্য এনার্জী প্রয়োগ করে ভেঙ্গে বের করা হয়। কখনও কখনও পেছনের দিকে ছোট একটি ছিদ্র করে তার ভিতর দিয়ে সুক্ষ যন্ত্র ঢুকিয়ে কম্পিউটারাইজড পদ্ধতিতে পাথর অপারেশন করা হয়। রোগীদের অনেকের ভ্রান্তধারনা রয়েছে যে এই পদ্ধতিতে পাথর থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, যা সঠিক নয়। এটিই মূত্রতন্ত্রের পাথর চিকিৎসার সর্বাধুনিক পদ্ধতি যা উন্নত দেশে ব্যবহৃত হচ্ছে।

খ। পেট কেটে পাথর চিকিৎসা। এটি পূর্বের সনাতন চিকিৎসা পদ্ধতি যা উন্নত দেশে আর ব্যবহৃত হচ্ছেনা। আমাদের দেশে এই পদ্ধতিতেও পাথর চিকিৎসা করা হচ্ছে। যেখানে আধুনিক যন্ত্রপাতি নেই বা উপযুক্ত ইউরোলজিস্ট নেই, সেখানে পেট কেটে পাথর চিকিৎসা হচ্ছে। পেটে অনেক লম্বা জায়গা কেটে এই চিকিৎসা হয় বলে এর পার্শপ্রতিক্রিয়া বেশি।

প্রতিরোধঃ

১। পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি পানের আদর্শ কোন পরিমান নেই। এটা নির্ভর করে মানুষের বয়স, ওজন, লাইফস্টাইল ও আবহাওয়ার উপর। এমনভাবে পানি খেতেহবে যেন প্রতিদিন প্রস্রাবের পরিমান দেড় থেকে দুই লিটারের কম না হয়।

২। পূর্বে ধারনা করা হতো ক্যালসিয়ামযুক্ত খাবারে মূত্রতন্ত্রের পাথর হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সাম্প্রতিক গবেষনায় দেখা গেছে ক্যালসিয়াম মূত্রতন্ত্রের পাথর প্রতিরোধে সহায়ক। ধারনা করা হচ্ছে রক্তের অতিরিক্ত ফসফেট, অক্সালেট এর সাথে যৌগ গঠন করে এসব আয়নকে মূত্রের মাধ্যমে বের হতে বাধা দেয়। ফলে মূত্রে পাথর তৈরীর সম্ভাবনা কমে যায়।

৩। অক্সালেট সমৃদ্ধ পাথর প্রতিরোধের জন্য নিম্নলিখিত খাবার কম খেতে হবে- পালংশাক, টমেটো, বেগুন, ঢেরস,আঙ্গুর, আমলকি, পেপসি, কোকাকোলা ইত্যাদি।

৪। ইউরিক এসিড সমৃদ্ধ পাথরের জন্য নিম্নলিখিত খাবার কম খেতে হবে- ফুলকপি, কুমড়া, মাশরুম, মসুরডাল, মটরডাল, খাসি, গরু ইত্যাদি।

৫। আনারস, কলা, গাজর, বাদাম ইত্যাদি পাথর প্রতিরোধে সহায়তা করে।

সময় মতো উপযুক্ত চিকিৎসা না করলে মূত্রতন্ত্রের পাথরের কারনে কিডনী ফেইলর হয়ে রোগীর মৃত্যু হতে পারে। তাই ভয় নয়, সচেতনতাই পারে এই রোগ থেকে মুক্তি দিতে।

লেখক

ডাঃ মোহাম্মদ ইব্রাহিম আলী
এম.বি.এস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (ইউরোলজি)
ফেলোশীপ ইন ইউরোলজি (ইউএএ,মালয়েশিয়া)
আবাসিক সার্জন (ইউরোলজি)
ইউরোলজি বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
রোগী দেখার সময়
প্রতিদিন বিকাল ৩.০০ থেকে ৮.০০ টা পর্যন্ত
শুক্রবার বন্ধ
www.facebook.com/Dr-Ibrahim-Urologist-Bangladesh-770739179933378

  1. royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ‌্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট

অসহনীয় গরমে সুস্থ থাকার ৫টি জরুরি সতর্কতা


মেয়েদের যৌনাঙ্গে ইচিং বা চুলকানি

ডাঃ আয়েশা রাইসুল (গভঃ রেজিঃ H-১৫৯৮)
ধাতু রোগ কি? কেন কিভাবে হয়? কী করণীয়

royalbangla desk
নতুন দম্পতিরা জন্মনিয়ন্ত্রণ করবেন কিভাবে?

ডাঃ হাসনা হোসেন আখী,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এমএস (অবস এন্ড গাইনী)
টেস্টোস্টেরন হরমোন বা পুরুষদের হরমোন

ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার
দ্রুত বীর্যপাত কেন হয়? কিভাবে হয়? কিভাবে সমাধান করা যায়?

রয়ালবাংলা টিম
মুত্রনালির সংক্রমন: প্রস্রাবের সমস্যা ও জটিলতা

ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার
লিঙ্গের শীতলতা , লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যা বা ইরেক্টাইল ডিসফাংশনের জন ডায়েট

royalbangla desk
ফোরপ্লে (Foreplay) বা শৃঙ্গার কি?

royalbangla desk
লিঙ্গের শীতলতা বা লিঙ্গ শৈথিল্য (Erectile dysfunction) কি?

royalbangla desk
দাম্পত্য জীবনে সুখী হওয়ার টিপস

royalbangla desk
হস্তমৈথুনের বদভ্যাস থেকে কিভাবে বাঁচবেন?

royalbangla desk
যৌন সমস্যা ও সমাধান

royalbangla desk

বুক ব্যথা কী কী কারণে হতে পারে এবং হলে করণীয় কী?

ডা: অনির্বাণ মোদক পূজন
বুক ব্যথা (chest pain) হলো একটি গুরুতর লক্ষণ, যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন হৃদরোগ, শ্বাসতন্ত্রের সমস্যা, হজমের সমস্যা বা পেশির সমস্যা। বুক ব্যথার ক্ষেত্রে দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।.............
বিস্তারিত

মাঙ্কি পক্স

Dr.Afjal Hossain,Assistant Registrar,Telemedicine Service
ডেমোক্রেটিক পাবলিক অফ কঙ্গোতে মরণব্যাধি এক সংক্রমক এর আবির্ভাব ঘটেছে। এ নিয়ে জাতিসংঘের একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। নাম mpox,monky pox বা বাঁদরবসন্ত ভাইরাস (MPXV) দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মানুষ সহ কিছু প্রাণীর মধ্যে ঘটতে পারে...........
বিস্তারিত

হার্ট এটাক সম্পর্কে যেসব তথ্য সবার জানা দরকার

ডা: অনির্বাণ মোদক পূজন
বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরলের সমস্যা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ—এগুলি মূলত হার্ট অ্যাটাকের কারণ।.................
বিস্তারিত

না ঘুমানোর বিপদ

Nusrat Jahan,Nutrition and Diet Consultant
আপনি জেনে অবাক হবেন যে, আপনার ওজন নিয়ন্ত্রণের চেষ্টায় আপনার অজান্তেই বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার ঘুম।........
বিস্তারিত

বিষণ্নতা ও এর জটিলতা

ডা. ফাতেমা জোহরা,মনোরোগ, যৌনরোগ ও মাদকাসক্তি নিরাময় বিশেষজ্ঞ
বিষণ্নতা একটি ব্যাধি যা ক্রমাগত দুঃখের অনুভূতি এবং আগ্রহ হ্রাস করে, এটি অনুভূতি, চিন্তাভাবনা এবং আচরণকে প্রভাবিত করে এবং বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক সমস্যা হতে পারে, এছাড়াও দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা হতে পারে.........
বিস্তারিত

টক দই নাকি মিষ্টি দই?

Nusrat Jahan,Nutrition and Diet Consultant
এখন তো বিভিন্ন ফ্লেভারের দই কিনতে পাওয়া যায়। একটু ক্রিমি ও রিচ টেক্সচারের দই খেতে চাইলে মিষ্টি দই খেতে পারেন। দইকে মিষ্টি করার জন্য চিনি,গুড়,..........
বিস্তারিত

কার্বের সাথে মাংস কিভাবে পোরশন কন্ট্রোল করবেন?

পুষ্টিবিদ সিরাজাম মুনিরা,কনসালটেন্ট ডায়েটিশিয়ান
একই সাথে অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলেন অনেকে। এতে ঈদ পরবর্তী নানা রকম জটিলতায় ভুগতে দেখা যায়। তাই একটু সচেতন থেকে কার্ব পোরশন করে খেলেই এই সমস্যা এড়ানো সম্ভব।.......
বিস্তারিত

গরুর মাংসের বেশ কিছু অপকারিতা এবং ঝুঁকি এড়ানোর উপায়

পুষ্টিবিদ সিরাজাম মুনিরা,কনসালটেন্ট ডায়েটিশিয়ান
স্যাচুরেটেড ফ্যাট: গরুর মাংসে ভালো পরিমানে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই স্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল বা LDL এর মাত্রা বাড়িয়ে দেয়।...........
বিস্তারিত

সময়ের আগে ঝিল্লি (Membrane) ফেটে গেলে কি ভাবে ম্যানেজ করা হয়?

ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা) ,,Consultant Sonologist
যদি গর্ভাবস্থার ৩৭তম সপ্তাহের আগে আপনার পানি ভেঙ্গে যায়, তবে এটি ঝিল্লির প্রিটার্ম প্রিলেবার ফেটে যাওয়া (প্রিটার্ম PROM) নামে পরিচিত। আপনার যদি প্রিটার্ম PROM থাকে এবং আপনি কমপক্ষে ৩৪ সপ্তাহের গর্ভবতী হন............
বিস্তারিত

সঠিক নিয়মে কীভাবে দাঁত ব্রাশ করবেন

ডাঃ তারিকুল সরকার (তারেক)
নরম ব্রেসেল টুথব্রাশ এবং ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন.............
বিস্তারিত

রক্তদান ও এর উপকারিতা

ডা. ফাতেমা জোহরা,মনোরোগ, যৌনরোগ ও মাদকাসক্তি নিরাময় বিশেষজ্ঞ
দেহের ওজনের বিবেচনায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে গড়পড়তা পাঁচ লিটার রক্ত থাকে। প্রতিবার রক্তদানের সেশনে ৫০০ মিলিলিটার করে রক্ত নেয়া হয়।আপনি যদি অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন তবে কোর্স শেষ হওয়ার সাত দিন পর আপনি রক্ত দিতে পারবেন।..........
বিস্তারিত

সন্তানের প্রতি আচরণ কেমন হওয়া উচিত

নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)
আপনার আচরনের বহি:প্রকাশ ই আপনার সন্তানের ভবিষ্যৎ আচরন কেমন হবে সেটা জানিয়ে দিবে! ছোট বাচ্চারা ওটা এটা ফেলে, খেলে, নষ্ট করে!..........
বিস্তারিত

দ্রুত বীর্যপাত কেন হয়? কিভাবে হয়? কিভাবে সমাধান করা যায়?


রয়ালবাংলা টিম

টেস্টোস্টেরন হরমোন বা পুরুষদের হরমোন


ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার

ব্লাড কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার উপায়


ডা: অনির্বাণ মোদক পূজন,কনসালটেন্ট -কার্ডিওলজি

ঝটপট এক বাটি হেলদি নাস্তা তৈরি করুন সহজে


নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী

গর্ভাবস্থায় করণীয়


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা),Consultant Sonologist

হাত- পা জ্বালাপোড়া


ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার

কি কি খেলে রক্ত বাড়ে?


ডাঃ গুলজার হোসেন,বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট

বিভিন্ন কারণে হার্টের সমস্যা হলে কী করণীয়?


ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ

পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা কেন বাড়ছে ?


ডাঃ আয়েশা রাইসুল

দীর্ঘদিন ধরে পেট খারাপ বা আইবিএস হলে কী করবেন


ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা

ফুড সাপ্লিমেন্ট কি ? কেন নেবেন?


পুষ্টিবিদ জয়তী মুখার্জী

পাইলস কি, কেন এবং কিভাবে হয়?


Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus

কোষ্ঠকাঠিন্য কি, এর জটিলতা ও সমাধান


Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus

মোবাইল ফোনের রেডিয়েশন আপনার কিভাবে ক্ষতি করছে? জেনে নিন।


রয়াল বাংলা ডেস্ক

মুখের কালো দাগ দূর করার উপায়


রয়াল বাংলা ডেস্ক

বুকে ধড়ফড় করে?? কি করবেন??


ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ

চা কখন কিভাবে খাবেন?


পুষ্টিবিদ তাহমিনা আক্তার

শিশুদের মোটা হওয়া রোধ করবেন কিভাবে?


ডায়েটিশিয়ান ফারজানা

ভাতের আসক্তি কমানোর উপায় কি?


ডায়েটিশিয়ান ফারজানা

পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা কেন বাড়ছে ?


ডাঃ আয়েশা রাইসুল

দীর্ঘদিন ধরে পেট খারাপ বা আইবিএস হলে কী করবেন


ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা

ফুড সাপ্লিমেন্ট কি ? কেন নেবেন?


পুষ্টিবিদ জয়তী মুখার্জী

পাইলস কি, কেন এবং কিভাবে হয়?


Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus

কোষ্ঠকাঠিন্য কি, এর জটিলতা ও সমাধান


Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus