চেম্বারে অনেক রোগী আসেন যাদের সমস্যা হাত-পা জ্বালাপোড়া। কেউ কেউ বলেন হাত-পা ঝিমঝিম করে,হাত পা টানে,খোচাখোচা অনুভূতি হয়।মোটা দাগে এগুলো সব নার্ভের সমস্যা যাকে Peripheral Neuropathy (পেরিফেরাল নিউরোপ্যাথি) বলা হয়।
লক্ষন
- হাত পা ঝিমঝিম,খোচাখোচা অথবা হালকা অবশ অনুভূতি হওয়া
- হাতের পায়ের তালু প্রচন্ড জ্বালাপোড়া হওয়া, টনটন করা
- ছোটখাটো কাজ করতে গেলেই পায়ে ব্যথা অনুভূতি হওয়া
- হাটাহাটি করার সময় পায়ের সামঞ্জস্যতা রাখতে না পারা। যার ফলে পড়ে যাওয়া
- মাংসপেশীতে দুর্বলতা
- হাত পায়ে মোজা পড়ে রাখার মত অনুভূতি হওয়া যদিও মোজা পড়া থাকেনা
- হাত পা অতিরিক্ত ঘামানো অথবা একদমই না ঘামানো
- হাতে পায়ের মাংসপেশীতে টানাটানি অনুভূতি বা মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার অনুভূতি হওয়া
কারন
- ডায়াবেটিস
- রিউমাটয়েড আর্থ্রাইটিস
- হেপাটাইটিস বি,সি
- ভিটামিনের অভাব
- মদ্যপান
- কেমোথেরাপি
- মানসিক দুশ্চিন্তা
- ফ্যাক্টরিতে লেড,মার্কারি দিয়ে কাজ করার ফলে অতিরিক্ত এক্সপোজড হওয়া
- দুর্ঘটনায় নার্ভে আঘাত পাওয়া
- কিডনী ও লিভারের রোগ
- থাইরয়েডের রোগ
চিকিৎসায় এই সমস্যার সমাধান হয়।তাই কারো এমন সমস্যা থাকলে চিকিৎসকের শরনাপন্ন হোন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrMuhid
লেখক
ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম
সায়েন্টিফিক অফিসার
বিআইএইচএস হসপিটাল কোভিড-১৯ ল্যাব, ঢাকা
অনলাইন কনসালট্যান্ট ,বায়োমেড ডায়াগনস্টিক এন্ড রিসার্চ ল্যাবরেটরি
চিকিৎসা পরামর্শ নিতে এপয়েন্টমেন্ট নিন:
০১৬৮১২৫৬৩৩১
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrMuhid