' এবফ্রাকসান, ' যার মানে হচ্ছে, 'দাঁত এবং মাড়ি যেখানে একত্রিত হয় সেই অংশটি ক্ষয় হওয়াকে এবফ্রাকসান (abfraction)বলে।'
কিভাবে বুঝবেন আপনার দাঁত ও মাড়ির একত্রিত হওয়া অংশটি ক্ষয় হচ্ছে?
যখন কিনা, আপনার মাড়ির মধ্যে খাবার জমে থাকে বা আপনি যখন হাসি দেন অথবা আপনি আপনার জিহবা দিয়ে নাড়াচড়া করলে অনুভব করতে পারেন।
Abfraction সাধারণত ব্যথাহীন। কিন্তু দাতেঁ প্রচন্ড শিরশির অনভুতি হয়। সবচেয়ে বেশী অনুভব করা যায় যখন গরম বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া হয়।
Abfraction এটার সাধারণত কোনো চিহ্ন বা লক্ষন নেই। কিন্তু এটি এইভাবে রেখে দিলে বড় ধরণের ক্ষতি হতে পারে। যেমনঃ
১- দাঁতের এনামেল আবরণ ক্ষয় হয়ে ডেনটিন আবরন দৃশ্যমান হয়ে যায়। এটার জন্য শিরশির প্রচন্ড অনুভব হয়।
২- এছাড়া দাতেঁর রুট বা দাঁতের bones দুর্বল হয়ে যেতে পারে যার জন্য দাঁতটি নড়াচড়া শুরু হতে পারে।
এটি কেন হয়? সাধারনত দাঁতের উপর অনেকদিন যাবৎ চাপ পরলে, যেমন
১> দাঁতে দাঁত ঘষা লাগলে।
২> আঁকাবাকাঁ দাঁতের জন্য কামড়ের চাপে ।
৩> কোনো এসিডিক কারনে mineral loss হলে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/ DrS-MSadique-105600987900812
লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/ DrS-MSadique-105600987900812