অলিগোহাইড্রামনিওস হল একটি বিশেষ কন্ডিশন যেখানে গর্ভাবস্থায় আপনার বেবির চার দিকে থাকা অ্যামনিয়োটিক তরলের পরিমাণ অনেক কমে যায়, এতে মা ও শিশু উভয়ে বিভিন্ন জটিলতার সম্মুখীন হওয়ায় সম্ভাবনা থাকে।
টাইপঃ
অলিগোহাইড্রামনিওস দুই (২) প্রকার। যথা-
১. বর্ডার লাইন অলিগোহাইড্রামনিওস (Border line Oligohydramnios) - যেখানে AFI ৫.১-৮ সেমি থাকে।
২. সেভিয়ার অলিগোহাইড্রামনিওস (Severe Oligohydramnios): যেখানে AFI <=৫ সেমি।
অলিগোহাইড্র্যামনিওসের কারণগুলির মধ্যে রয়েছে:
* ইউটারোপ্ল্যাসেন্টাল অপ্রতুলতা ( Uteroplacental insufficiency)- যে সব কারণে এই অপ্রতুলতা দেখা দেয় তার মধ্যে রয়েছে-
- প্রিএকলাম্পসিয়া
-
- অ্যাব্রাপসিও প্লাসেন্টা
- থ্রোম্বোটিক ডিসঅর্ডার ইত্যাদি।
* ড্রাগস বা মেডিসিনঃ
- ACE inhitors
- ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস (NSAIDs)
* পোস্ট টার্ম প্রেগ্ন্যান্সি(post term pregnancy)
*ভ্রূণের জন্মগত ত্রুটিসমুহ(fetal congenital anomalies) বিশেষত যা প্রস্রাবের উৎপাদন হ্রাস করে।
* IUGR (Intrauterine growth restriction) জরায়ুর ভেতরে বেবির বৃদ্ধির সীমাবদ্ধতা।
* ভ্রূণের মৃত্যু (fetal death)
* ভ্রূণের ক্রোমোসোমাল অস্বাভাবিকতা (যেমন অ্যানিওপ্লয়ডি)
* ঝিল্লি ফাটল (Membrane rupture) -premature or in term
* অজানা (Idiopathic)
যে সব জটিলতা হতে পারে:
অলিগোহাইড্র্যামনিওসের জটিলতার মধ্যে উল্লেখযোগ্য হল-
- ভ্রূণের মৃত্যু (Fetal death)
- IUGR (Intrauterine growth restriction) জরায়ুর ভেতরে বেবির বৃদ্ধির সীমাবদ্ধতা
- অঙ্গগুলো এব্রোথেব্রো আকার ধারণ (Limb contracture) করে
যদি গর্ভাবস্থার প্রথম দিকে অলিগোহাইড্রামনিওস শুরু হয়।
- বিলম্বিত বা অসম্পূর্ণ ফুসফুসের পরিপক্কতা (Delayed or incomplete lung maturation)
- বেবি নরমাল ডেলিভারি করার সক্ষমতা হারিয়ে ফেলে তাই সিজারিয়ান প্রসবের প্রয়োজনীয়তা পড়ে।
জটিলতার ঝুঁকি নির্ভর করে কী পরিমান অ্যামনিয়োটিক তরল বিদ্যমান এবং এর কী কারণে এই অলিগোহাইড্রামনিওস হয়েছে।
ম্যানেজমেন্টঃ
* বিশ্রাম এবং পানি শূন্যতা পূরণঃ গর্ভবতী মাকে বেড রেস্টে থাকা উচিত এবং
* Fetal monitoring:
- সিরিয়াল আল্ট্রাসনোগ্রাম করে ফিটাল গ্রোথ ও AFI মনিটরিং করতে হবে।
- প্রতি সপ্তাহে ১ বার বায়োফিজিক্যাল প্রোফাইল করা উচিত এবং প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে তা মা ও বেবি দুজনের জন্যই মংগল।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Rumas-Ultrasound-109856337478413
লেখিকা
ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)
MBBS,MSc(Australia),FCGP,CMU,DMU, Advanced Training on TVS,Fetal Echo,Anomaly Scan,Paediatric Ultrasound,Musculoskeletal Ultrasound, Duplex Doppler,Infertility & Gynae Ultrasound,From Dhaka,Mumbai, Channai, Delhi, Gujarat.
Consultant Sonologist
Aalok HeathCare Ltd
ঠিকানাঃ
আলোক হাসপাতাল লিমিটেড
বাড়ি নং - ০১, রোড নং - ০৫, ব্লক নং - এ, সেকশন- ৬, মিরপুর, ঢাকা ১২১৬।
(মিরপুর ১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে)
সময়ঃ
সকাল - ৮.০০ টা - ৩.০০ টা পর্যন্ত
বিকাল - ৬.০০ টা - রাত্র ১১.০০ পর্যন্ত
(শুক্রবার বিকাল বন্ধ)।
অনুসন্ধানঃ
09678822822, 01769969836.
Appointment এর জন্য
+8801892696007
+8801402801628
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Rumas-Ultrasound-109856337478413