-
রক্তদান একটি মহৎ কাজ । কিন্তু রক্তদানের সময় আমরা নিজেদের অজান্তে কিছু ভুল করে ফেলি। ফলশ্রুতিতে সৃষ্টি হয় জটিলতা। আসুন এবিষয়ে এবার কিছু ধারণা নেয়া যাক ।
একজন ব্যক্তির রক্ত দেয়ার শর্ত গুলো কি কি?
-
এক
বয়স কমপক্ষে ১৭ বছর।
-
দুই
ওজন কমপক্ষে ১৩০ পাউন্ড পুরুষ, ১২০ পাউন্ড মহিলা।
-
তিন
সুস্থ্য দেহ ইনফেকশন ফ্রি, রক্তস্বল্পতা না থাকা,সাম্প্রতিক ভ্যাক্সিন না দেয়া, স্বদিচ্ছা।
-
চার
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি।
রক্তদাতার প্রকার ভেদঃ
-
ক
অটোলোগাস নিজের রক্ত নিজের জন্যই। যদি রক্তদাতা খুঁজে পাওয়া না যায় । অথবা অন্যের রক্ত রিএকশন হওয়ার হিস্ট্রি থাকে।
-
খ
ডিরেক্টেড নিজের রক্ত অন্য কারো জন্য।
রক্তের কি কি দান করা যায় এবং কত দিন পর পর রক্ত দান করা যায়
-
এক
পূর্ণ রক্ত (৪০০ মিলি) প্রতি ৫৬ দিন পর পর ।
-
দুই
শুধু অনুচক্রিকা (platelet) প্রতি ৭ দিন অন্তর অন্তর , তবে বছরে ২৪ বারের বেশী না।
-
তিন
শুধু প্লাজমা ২৮ দিন পর , তবে বছরে ১৩ বারের বেশী না।
-
চার
RBC কন্সেন্ট্রেট (ডাবল RBC) ১২০ দিন পর পর, বছরে ৩ বারের বেশী না।
যাদের রক্ত দরকার হয়
-
ক
দুর্ঘটনা ও রোড ট্রাফিক ইঞ্জুরি।
-
খ
অপারেশনের সময়।
-
গ
হিমোফিলিয়া ও অন্যান্য রক্তপাতের রোগী।
-
ঘ
থ্যালাসিমিয়া রোগী।
-
ঙ
ক্যানসারের রোগী।
-
চ
Bone marrow ট্রান্সপ্লান্টেশনের সময়।
-
ছ
নিওনেটাল জন্ডিস ও অন্যান্য।
রক্তদানের উপকারিতা ও সুবিধা
-
এক
রেগুলার ফ্রি হেলথ চেক আপ।
-
দুই
হৃদযন্ত্রের ক্রিয়া ভালো রাখে।
-
তিন
শরীর থেকে iron লোড কমায়, যা হার্ট এটাক রোধ করে।
-
চার
বোন ম্যারো সিস্টেমকে সচল ও সজীব রাখা।
-
পাঁচ
মানুষ বাঁচানোর পরিতৃপ্তি , হাজার কোটি টাকার চেয়েও মূল্যবান
-
ছয়
সামাজিক বন্ধন দৃঢ় হয়।
ডাঃ সাঈদ সুজন
MBBS (MMC 42), BCS (Health) , MS course at BSMMU