শিশুর বয়স যখন ৯-১২ মাস......
এই সময়ে শিশুদের একটি বিশেষ আচরন প্রকাশ পায়! যারা নাম বিচ্ছেদ - উদ্বেগ! যাকে ইংরেজি তে বলে - seperation anxiety!
এই সময় শিশু বুঝতে পারে যে বাবা - মা অথবা মা তার নিজের সাথে সংযুক্ত কিছু নয়। তারা আলাদা আলাদা মানুষ। এবং এই মানুষ গুলো একটু সময়ের জন্য হলেও সরে যায়, আলাদা হয়। এই চিন্তা থেকে শিশুর ভেতর এক ধরনের উদ্বেগ তৈরি হয়। মা একটু চোখের আড়াল হলেই সে কান্নাকাটি করে। ঘ্যান ঘ্যান করে! এইজন্য ৮-৯ মাস থেকে শিশু মাকে কাছে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, চিৎকার করে, থামতে চায় না যতক্ষণ না মা তাকে কোলে নেয়! এটাও বিকাশের একটি স্তর যা শীঘ্রই শেষ হয়।
মা অথবা বাবার থেকে আলাদা হওয়ার এই ভীতি, এটি সাধারন ১২ মাস বয়স থেকে প্রকট হয়! এরপর ২৪ মাস অথবা ৩০ মাস পর্যন্ত থাকতে পারে। এই সময় ঘুমের টাইম হলে বিছানায় যেতেও অনেক বাচ্চা কান্নাকাটি করে কারন তার ভীতি।
মা অথবা বাবা হিসেবে আপনার করনীয় কি??
প্রথম কাজ ধৈর্য্য রাখা!
খুব কষ্ট হলেও রেগে না উঠা!
কোলে নিতে না পারলে কথা বলা!
বাচ্চার পছন্দের গান / ছড়া বলে তার মাইন্ড ডাইভার্ট করা!
কোলে নিয়ে তাকে আশ্বস্ত করা 'মা আছি'!
কোলে নিয়ে আপনি যেই কাজ করছেন সেটা সম্পর্কে বলা!
বাচ্চার পছন্দের কোন খেলনা, বস্তু হাতে দেয়া( খাবার না)!
শারীরিক ও মানসিক বিকাশের সময় বাচ্চা যে আচরন করে সব আচরন ই কিন্ত 'Behavior Issue ' নয় ! বাচ্চার কিছু আচরন হতে পারে তার বিকাশের ই একটি স্তর! এই বিষয় গুলো জানা থাকলে আপনি অযথা চিন্তিত হবেন না এবং এই সময়ে আপনার করনীয় কি জানা থাকলে সমাধানও সহজে হয়ে যাবে। মনে রাখবেন সবচেয়ে বেশি দরকার বাবা-মায়ের ধৈর্য্য! এটা না থাকলে বাকি কোন টিপস ই কাজে আসবে না।
যদি মনে হয় আপনি পারছেন না অবশ্যই একজন প্রফেশনাল বা সাইকোলজিস্ট এর হেল্প নিন।
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dietitian (Ex)
Samorita Hospital
Mobile:
01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153