- ডায়াবেটিসের ঝুকি আছে কিনা চেক করুন:
সবচেয়ে ভাল হয় মেডিকেল চেক আপ করলে । অথবা খেয়াল করুন আপনার ওজন বেড়ে যাচ্ছে কিনা, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা। আপনার হার্ট সুস্থ আছে কিনা । - পরিমিত খাওয়ার খাওয়ার অভ্যাস করুন:
শুধু ডায়াবেটিস কেন যেকোন রোগ প্রতিরোধ করা এবং সুস্থ থাকার জন্য পরিমিত খাওয়ার অভ্যাস করার বিকল্প নেই । পরিমিত আহার করার কৌশল হলো ছোট ছোট লোকমা বা গ্রাস গ্রহণ করা, আস্তে আস্তে ভাল করে চিবিয়ে খাবারের পূর্ন স্বাদ গ্রহণ করে খাবার গ্রহণ করা প্রভৃতি। - ওজন নিয়ন্ত্রণ করা:
ওজন নিয়ন্তণ করার জন্য ভাল খাদ্যভ্যাসের কোন বিকল্প নেই। - খারাপ খাদ্যাভ্যাস ত্যাগ করা:
যেসব খাদ্যাভাস ওজন বৃদ্ধির জন্য দায়ী তা পরিত্যাগ করা ।
- কোমল পানীয়, এনার্জি ড্রিংক ও বিয়ার-শ্যাম্পেন পান করা থেকে বিরত থাকা
বাজারে যেসব পানীয় পাওয়া যায় তার সবগুলোই প্রায় প্রচুর ক্যালরিসমৃদ্ধ। এক্ষেত্রে ফলের জুস তৈরি করে পান করতে পারেন। - নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা বা শারিরীক কাজ করা বা পরিশ্রম করা
ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য অলস জীবন-যাপন ত্যাগ করার কোন বিকল্প নেই। - রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা:
রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা সেজন্য রক্তচাপ মাঝে মাঝে পরীক্ষা করুন। উচ্চ রক্তচাপের জন্য দায়ী খাবার ও কর্ম কান্ড পরিত্যাগ করুন। - অলস-জীবন যাপন ত্যাগ করা(Sedentary Life-style)
অনেকের মধ্যে আজকাল চরম অলসতা দেখা যায়। খাওয়া-দাওয়া টিভি দেখা, খেলা দেখা, সিনেমা দেখা এসবের মধ্যেই তাদের পুরো সময় কাটে। তারা কোন শারিরীক কাজ বা ব্যায়াম থেকে দূরে থাকেন। এরকম অলস-জীবন যাপন(Sedentary Life-style) অস্বাভাবিক ওজনের জন্য দায়ী। - হার্ট সুস্থ রাখা
হার্ট সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় খাবার গ্রহণ করুন। এবং অনুশীলন করুন।
- ধুমপান ত্যাগ করা
ধুমপান উচ্চরক্তচাপ ও হার্ট ডিজিজের জন্য দায়ী। এছাড়াও এতে ফুসফুসের ক্যান্সারসহ নানা রোগ তৈরি হয় তাই ডায়াবেটিসের ঝুকি থেকে মুক্ত থাকতে ধুমপান অবশ্যই ত্যাগ করতে হবে
রয়াল বাংলা ডেস্ক |
ডায়াবেটিস প্রতিরোধ করার সেরা দশটি উপায় |
ডায়াবেটিস |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন জরুরি |