শীতকালের সবচেয়ে কমন ২টা সমস্যা
১)ঠান্ডা ও গরম খেলে দাঁতে ধরে....কি করবো???
২)দাঁতের কালো দাগ কিভাবে দূর করবো?দাঁতের গোড়ায় পাথর হয়ে গেছে।
__ প্রশ্নের উত্তরঃ
- স্কেলিং করতে হবে।
-BDS ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক খেতে হবে।
-প্রতিদিন ২বেলা খাবার পর দাঁত ব্রাশ করতে হবে।
-দাঁতের সেনসিটিভিটি বা শিরশির অনুভূতির জন্য Sensodyne(Rapid Relief) ,Mediplus DS, Pepsodent pro-sensitive টুথপেষ্ট ব্যবহার করতে পারেন।তবে ২-৩ মাসের বেশি নয়।
--Mouthwash.Chlorhexidine দিয়ে দিনে ২ বার কুলি করতে পারেন।বাজারে Oral-C, Oralon, Oro rinse নামে পাওয়া যায়।এক্ষেত্রে ৭-১৪দিন মাউথওয়াশ ব্যবহার করুন।
-প্রতিদিন ভিটামিন-সি জাতীয় খাবার খেতে পারেন।সাপ্লিমেন্ট হিসেবে Tab.Ceevit DS প্রতিদিন একটা করে খেতে পারেন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812
লেখক
ডাঃ এস এম ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrS-MSadique-105600987900812