আমাদের দেশে বেশীরভাগ মানুষ 'peptic ulcer' নামটির সাথে পরিচিত হলেও 'mouth ulcer' নামটি একদমই অজানা বললেই চলে।
মাউথ আলসার জিনিসটি কি? এটি হচ্ছে মুখের mucous membrane erosion বা ক্ষয় হওয়াকে বুঝায়।
অনেক রোগী এই সমস্যা নিয়ে আসে।কিন্তু কেন এটা হচ্ছে সেটাই আজ পড়বেন।
মাউথ আলসারের মধ্যে সবচেয়ে কমন হলো 'Apthous ulcer'. এপথাস আলসার।
এটা হয় সাধারনতঃ
১/ ভুলবসত মুখের ভেতর কামড় লাগলে।
২/দাঁত ব্রাশ করার সময় পিচ্ছিল হয়ে হুট করে গুতা লাগলে।
৩/ sharp বা চোখা বা ভাঙ্গা দাঁতে ক্রমাগত আঘাত লাগলে।
৪/ অতিরিক্ত গরম খাবার খেলে পুড়ে গিয়ে।
৫/ভাইরাল সংক্রমণ যেমন হারপিস সিমপ্লেক্স এর কারনে।
৬/কিছু কিছু ঔষুধের প্রতিক্রিয়ায়।
৭/অন্তর্নিহিত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ যেমন coeliac disease
৮/কাজের অতিরিক্ত চাপ, অসুস্থতা বা চরম ক্লান্তির সময় আলসার আরও খারাপ হতে পারে।
৯/অতিরিক্ত মাউথ ওয়াস ব্যবহার করলে।
১০/ ভিটামিন এবং আইরণ এর অভাবে হতে পারে।
১০-১৪ দিনের মধ্যে mouth ulcer ঠিক নাহলে অবশ্যই নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ করুন।
মনে রাখবেন বিডিএস ডিগ্রী ব্যাতীত কেউ দাঁতের ডাক্তার /ডেন্টিষ্ট নয়
ছোট একটি আলসার থেকে Mouth cancer হতে সেকেন্ড ও সময় লাগবে না।আপনার বুঝে উঠার আগেই খারাপ হওয়ার সম্ভবনা বেশী।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812
লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/ DrS-MSadique-105600987900812