সিস্ট হচ্ছে এক ধরণের পানি ভর্তি থলি। কিডনীতে বিভিন্ন ধরণের সিস্ট হয়। কর্টিকাল সিস্ট তার মধ্যে অন্যতম। প্রায়ই এ ধরণের রোগী পাওয়া যায়।বেশীর ভাগ ক্ষেত্রেই এ থেকে বড় কোনো সমস্যা হয় না।
কিডনী দু’টি অংশ আছে। বাইরের দিককে বলে কর্টেক্স এবং ভেতরের অংশকে বলে মেডুলা। কর্টিকাল সিস্ট কর্টেক্সে হয়। মানুষের বয়স যত বাড়ে তত সিস্ট হবার বুঁকি বাড়ে। কর্টিকাল সিস্ট কিডনীর কোনো ক্ষতি করে না। এই সিস্ট এ ক্যান্সারের সম্ভাবনাও অনেক কম।
সিস্ট বেশি বড় হলে কিডনীর আশে পাশের অংশে চাপ দিতে পারে। তখন রোগীর ব্যাথা অনুভুত হতে পারে। উপসর্গ থাকলে অপারেশনের প্রয়োজন হতে পারে।
পেট না কেটে লেপারোসকপির মাধ্যমে সহজেই সিস্ট অপারেশন করা যায়।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Dr-Ibrahim-Urologist-Bangladesh-770739179933378
লেখক
ডাঃ মোহাম্মদ ইব্রাহিম আলী
এম.বি.এস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (ইউরোলজি)
ফেলোশীপ ইন ইউরোলজি (ইউএএ,মালয়েশিয়া)
আবাসিক সার্জন (ইউরোলজি)
ইউরোলজি বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
রোগী দেখার সময়
প্রতিদিন বিকাল ৩.০০ থেকে ৮.০০ টা পর্যন্ত
শুক্রবার বন্ধ
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Dr-Ibrahim-Urologist-Bangladesh-770739179933378