এই সময় অনেকেই থাইরয়েডের সমস্যায় ভোগছেন । ডাক্তারদের মতে, মানব দেহে একটানা কয়েকটি লক্ষণ দেখা দিলে অবশ্যই থাইরয়েড পরীক্ষা করানো প্রয়োজন। যেমন --
- পর্যাপ্ত বিশ্রামের পরেও ক্লান্তি বোধ,
- চুল পড়া ,
- হঠাৎ ওজন বেড়ে যাওয়া ,
- প্রাণহীন ত্বক।
এগুলোকে মনে করা হয় থাইরয়েডের প্রাথমিক লক্ষণ। পরীক্ষার ফলাফল জানার পর সঠিক চিকিৎসা শুরু করাও জরুরি। নয়তো ভবিষ্যতে আরও জটিল সমস্যা সৃষ্টি হতে পারে।
অনেকদিন ধরে থাইরয়েডের সমস্যায় ভুগছেন এমন অনেক রোগী নিয়মিত ওষুধ খাওয়ার পরও রোগ নিয়ন্ত্রণে থাকে না। এর প্রধান কারণ, থাইরয়েড সমস্যায় ওষুধ খাওয়ার নির্দিষ্ট নিয়ম না মানা। চিকিৎসকরা মনে করেন, সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ খাওয়া উচিত। খাবারের সঙ্গে এবং খাবার খাওয়ার পরে ওষুধ খেলে কোনও ফল পাওয়া যায় না।
এবার চলুন জেনে নেই থাইরয়েডের ওষুধ খাওয়ার সময় দরকারী নিয়মগুলো-
- সকালে খালি পেটে ওষুধ খান। রোজ সকালে নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ার চেষ্টা করুন।
- সকালে ওষুধ খেতে ভুলে গেলে দুপুরে লাঞ্চের দুই ঘণ্টা পর ওষুধ খাবেন।
- থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘণ্টার মধ্যে কোনও কিছুই খাওয়া উচিত নয়।
- ওষুধ খাওয়ার ৩ ঘণ্টার মধ্যে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
- থাইরয়েডের ওষুধের সঙ্গে কোনও ধরনের সাপ্লিমেন্ট খাবেন না।
- হঠাৎ করে ওষুধ খাওয়া থামিয়ে দেবেন না। চিকিৎসকদের পরামর্শ মেনে তবেই ওষুধের ডোজ বাড়াবেন বা কমাবেন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrMuhid
লেখক
ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম
সায়েন্টিফিক অফিসার
বিআইএইচএস হসপিটাল কোভিড-১৯ ল্যাব, ঢাকা
অনলাইন কনসালট্যান্ট ,বায়োমেড ডায়াগনস্টিক এন্ড রিসার্চ ল্যাবরেটরি
চিকিৎসা পরামর্শ নিতে এপয়েন্টমেন্ট নিন:
০১৬৮১২৫৬৩৩১
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrMuhid