থাউরয়েডের রোগীরা বিভিন্ন ধরণের লক্ষণ ও সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন। যদি কারো শরীরে থাইরয়েড হরমোন কম থাকে তাহলে সে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। এটি বোঝার উপায় হল টিএইচএস(S.TSH) এর মাত্রা নরমাল রেঞ্জের তুলনায় বেশি থাকবে। অন্যদিকে এফটি ফোর(FT4) কম থাকবে। অনেক সময় রোগীরা বলেন টিএস এইচ(S.THS) বেশি কিন্তু ডাক্তার বলছেন এটা হাইপো। এর কারণ হলো টিএইচ এস এর মাত্রা বেশি থাকলেই তাঁকে হাইপো বলা হয়।
লক্ষণ
অনেক সময় রোগীরা শরীরের ব্যথা বেদনা নিয়ে আসেন। পায়ে, গোড়ালি কিংবা কোমরের ব্যথা নিয়ে অনেকেই অর্থপেডিক্সের ডাক্তারের কাছে যান। তখন তাদেরকে থাইরয়েডের পরীক্ষাগুলো করানো হয়। সেই পরীক্ষার পর দেখা যায় রোগীর থাইরয়েডের সমস্যা বা হাইপথাইরয়েডিজম আছে। তখন তারা থাইরয়েড বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেন রোগীকে।
এছাড়া অনেক সময় দেখা যায় রোগীর শরীর ফুলে যাচ্ছে। পা, চোখের বিভিন্ন জায়গায় ফুলে যায় কিংবা শরীরে পানি জমে। এই ধরণের সমস্যাকে অনেকেই মনে করেন কিডনির সমস্যা। তখন তারা কিডনি বিশেষজ্ঞদের কাছে যান। কিডনির চিকিতসকেরাও পরীক্ষা করে দেখেন রোগীর থাইরয়েডের সমস্যা আছে কিনা। থাকলে তারাও রোগীকে হরমোন বিশেষজ্ঞদের কাছে নিয়ে যান। আবার অনেক সময় কিডনির ডাক্তারেরাও কিছু ওষুধ দিয়ে তারপর হরমোন বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেন। আবার অনেক সময় রোগীরা হার্টের সমস্যা নিয়েও চিকিৎসকের কাছে যান। বুক ধড়ফড় কথা, অস্থির লাগার সমস্যা নিয়ে অনেকেই মেডিসিনের ডাক্তার কিংবা হার্টের বিশেষজ্ঞদের কাছে যান।
এছাড়া কিছু অনির্দিষ্ট (non specific) সমস্যা নিয়েও রোগীরা আসেন। যেমন শরীর দুর্বল লাগা, ঘুম ঘুম ভাব হওয়া, টায়ার্ড লাগা, কন্সটিপেশন হচ্ছে বা পায়খানা কষা হচ্ছে। এই ধরণের সমস্যা হলেও থাইরয়েডের টেস্ট করানো হয়। সমস্যা ধরা পরলে তখন হরমোন বিশেষজ্ঞদের কাছে পাঠানও হয়।
গাইনীর সমস্যা যেমন মাসিক অনিয়মিত হওয়া, অনেক দিন মাসিক না হওয়া বা টানা ২৫ দিন ধরে মাসিক হওয়া, বাচ্চা না হওয়া, ইনফার্টিলিটির সমস্যা, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা নিয়েও অনেকেই হরমোনের চিকিৎসকের কাছে আসেন।
হাইপার থাইরয়েডিজমে থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি থাকে। এক্ষেত্রে টিএস এইচ (S.TSH)লো থাকে, এফ টি ফোর (FT4)ও এফটি থ্রি(FT3) বেশি থাকে।
হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলো হলো ঘুম কম হওয়া, ওজন কমে যাওয়া, অস্থির লাগা, শরীর কাঁপা, অনিয়মিত মাসিক, বাচ্চা না হওয়া, নষ্ট হওয়া,চুল পড়ে যাওয়া।
এই ধরণের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই হরমোন বিশেষজ্ঞ এর পরামর্শ নিতে হবে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/drmhtanim
লেখক
ডাঃ মো: মাজহারুল হক তানিম
এম বি বি এস ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
বিসিএস ( স্বাস্থ্য)
ডি ইএম ( বারডেম)
এফ সি পি এস মেডিসিন ( শেষ পর্ব)
এম এ সি পি ( আমেরিকা)
মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ।
চেম্বার:- ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল ঢাকা।
কিশোরগঞ্জ চেম্বার : হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার, স্টেশন রোড কিশোরগঞ্জ।
সিরিয়াল- 01670-465423 ( what's app)
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/drmhtanim