সারাদিনের স্ট্রেস, ধুলোবালি পেড়িয়ে রাতের বেলা আয়নায় চোখ পড়লেই আঁতকে উঠতে হয় যে কাউকে। কারণ একটাই আর তা হচ্ছে - রিঙ্কেলস। সেক্ষেত্রে নাইট ক্রিম ব্যবহারই যথোপযুক্ত মনে করেন অনেকেই। তবে সেটা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য। আর এই রিঙ্কেলস দূর করার কার্যকরী সমাধান হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট। এমনকি তা দীর্ঘস্থায়ী মাইগ্রেন প্রতিরোধেও সহায়তা করতে পারে। আর আজকের আয়োজনে থাকছে বোটক্স ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিত।
বোটক্স কি?
বোটক্স একধরনের টক্সিন যা ক্লসট্রিডিয়াম বটোলিনাম থেকে তৈরি । এটি ইনজেকশন আকারে পাওয়া যায়। এটি একটি নন-সার্জিক্যাল পদ্ধতি। বোটক্স ইনজেকশন নার্ভ থেকে আসা কেমিক্যাল সিগন্যালগুলোকে ব্লক করে দেয়; যা বেশিরভাগ ক্ষেত্রেই পেশীগুলোকে সংকুচিত করে ফেলে। আরো সহজভাবে বললে, মুখের যেসব পেশীগুলো কপালে এবং চোখের চারপাশে রিঙ্কেলস সৃষ্টি করে সেগুলোকে সাময়িকভাবে শিথিল করে দেয় বোটক্স। প্রায় ৬ মাস পর্যন্ত এই ট্রিটমেন্টের প্রভাব থাকে ত্বকে। কসমেটিকস পরিভাষায় ত্বকের রিঙ্কেলস বা বলিরেখার কিছু নাম আছে। যেমন -
• ফোরহেড লাইন;
• ফ্রাউন লাইন;
• বানি ফাইন;
• ক্রো ফিট।
মূলত এসব রিঙ্কেলস ও ফাইন লাইনস দূর করতে বোটক্স ট্রিটমেন্ট দেয়া হয়ে থাকে। এছাড়াও, অনেকেই বগলের ঘাম দূর করতে বোটক্স ট্রিটমেন্ট নিয়ে থাকে।
বোটক্স কারা নিতে পারবে?
সাধারণত ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কেউই বোটক্স ট্রিটমেন্ট নিতে পারে। তবে সবাইই যে একইরকম ফল পাবে, বিষয়টা এমনও নয়। বয়সের অনুপাতের পাশাপাশি স্বাস্থ্যগত অনুপাতও এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়।
বোটক্স কীভাবে কাজ করে?
যেহেতু এটি একটি নন-সার্জিক্যাল ট্রিটমেন্ট তাই বোটক্সে খুব একটা সময় লাগে না। এমনকি ব্যথামুক্ত হওয়ায় অ্যানেস্থেশিয়ারও দরকার নেই। প্রবলেম এরিয়াতে কয়েকটি ছোট ছোট সূচ (ইন্ট্রাডার্মাল ইনজেকশন) ফুটিয়ে বোটক্সের ডোজ পুশ করা হয় ত্বকের গভীরে। খুব সূক্ষ্ম একটা ব্যথা অনুভূত হয়। যেমনটা কোন ইনজেকশন নিলে হয়ে থাকে।
সাত থেকে ১৪ দিন অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে ফলাফল দৃশ্যমান হয়। আর ফলাফল হচ্ছে তারুণ্যতায় ভরপুর কোমল ও মসৃণ ত্বক। তবে চারমাস থেকে ছয়মাসের মধ্যে বোটক্সের প্রভাব কমে আসতে থাকে।
বোটক্সের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কি?
বোটক্সের ইনজেকশন নিলে পরে সাময়িকভাবে কিছু পার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন -
• ক্ষত ও ক্ষতের দাগ - এটা সাময়িক এবং নির্দিষ্ট সময় পরে চলেও যাবে।
• মাথাব্যথা - এটা সাধারণত হয় না। বলতে গেলে বিরল। তবে হলেও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত।
• চোখের পাতা ঝিমঝিম করা - অল্প কিছু মানুষের ক্ষেত্রেই এমনটা ঘটে আর সপ্তাহ তিনেকের মধ্যে চলেও যায়। এটা হয় যখন বোটক্স ত্বকের নীচে ঘুরে বেড়ায়। এবং এই সময় নির্দিষ্ট জায়গাটা চুলকানো বা ঘষা উচিত নয়।
• হাসতে গেলে ঠোঁট বাকা মনে হওয়া
• চোখের শুষ্ক ভাব
• ইনজেকশনের চারপাশে হালকা ব্যথা বা ফোলাভাব।
• ফ্লু’র মতো উপসর্গ বা সাধারণ অস্বস্তিকর অনুভূতি।
• অসাড়তা।
• পেশী ও জয়েন্টে ব্যথা ও দুর্বল ভাব।
তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিলে এটি একদম নিরাপদ।
কারা বোটক্স নিতে পারবে না?
শুধুমাত্র সুন্দর ও কোমল ত্বকের আশায় বোটক্সের পেছনে ঘুরে লাভ নেই। বরং জেনে নিতে হবে আপনি বোটক্স নেয়ার উপযুক্ত কিনা। আপনি বোটক্স নিতে পারবেন না -
• আপনার যদি মাসেল বা নার্ভের কোনো অসুখ থেকে থাকে;
• বোটুলিনাম টক্সিনে আপনার কোনো অ্যালার্জি যদি থেকে থাকে;
• শরীরের রক্তক্ষরণ আছে কিনা;
• অদূর ভবিষ্যতে অস্ত্রোপাচারের সম্ভাবনা যদি থেকে থাকে;
• মুখে বা নির্দিস্ট স্থানে পূর্বে সার্জারী করা হয়েছে কিনা;
• অন্তঃসত্ত্বা কিনা;
• সন্তান জন্ম দিয়ে যদি বুকের দুধ পান করানোর পর্যায়ে থাকে।
• নিয়মিত ঘুমের ওষুধ যদি গ্রহণ করে থাকে।
সর্বোপরি বোটক্স নেওয়ার আগে আপনাকে জানতে হবে আপনি কি উদ্দেশ্যে বোটক্স নিতে চাচ্ছেন এবং কিধরনের ফলাফল পাবেন। বোটক্স ইনজেকশন নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরনাপন্ন হবেন।
লেখক
ডাঃ ইকবাল আহমেদ
প্লাস্টিক ও এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক,
বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার :
বাংলাদেশ কসমেটিক সার্জারি , বাড়ি ৮, রোড
১৪, ধানমণ্ডি (সোবহানবাগ মসজিদের গলিতে), ঢাকা।
এপয়েন্টমেন্ট
০১৭৬৬৯৩৫২৫৪,০১৩১৪০৯৯৯২২
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.iqbalahmed