ফেসলিফট এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ফেসলিফটের নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায়। এটা দেখে অনেকেই বুঝতে পারে না ব্যাপারটা কি।
ফেসলিফট কি?
ফেসলিফট হল ঝুলে যাওয়া ফেস বা মুখমণ্ডল টানটান করা। এটা বিভিন্ন উপায়ে করা যায়।
ফেস কেন ঝুলে যায়?
- সবচেয়ে কমন যে কারণ তা হলো বয়সের কারণে। বয়স বাড়ার সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পরে, বলিরেখা দেখা দেয়, চামড়া ঝুলে যায়। লাফ লাইন, জোলিন দেখা দেয়। আবার কারো কারো চেহারা শুকিয়ে যায়।
- ওজন বাড়ার ফলে বা অধিক ওজন কমানোর ফলে দেখা যায় শরীরের চর্বি কমে গেলেও মুখের চর্বি তেমন কমছে না না চর্বি কমলেও চামড়া ঝুলে আছে।
- - মেয়েদের গর্ভাবস্থার পরে শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে তার মাঝে ফেস ঝুলে যাওয়া একটি।
ফেসলিফট কিভাবে করা যায়?
ফেসলিফটের বিভিন্ন পদ্ধতি রয়েছে।
সার্জিক্যাল ননসার্জিক্যাল দুই ভাবেই ফেসলিফট করা যায়।
নন সার্জিক্যাল পদ্ধতির মাঝে রয়েছে -
. বোটক্স ইনজেকশন
. ফিলার
. থ্রেড
. রেডিও ফ্রিকোয়েন্সি
. আল্ট্রাসাউন্ড
. লেজার
. মাইক্রোনিডলিং
. পি আর পি
সার্জিক্যাল পদ্ধতির মাঝে রয়েছে
. ফেসের নিচের অংশের জন্য মিনি ফেসলিফট
. আবার ফেস গলা সহ টানটান করতে চাইলে ফুল ফেসলিফট / নেকলিফট
এছাড়াও
. কপাল টানটান করতে চাইলে ফোরহেড লিফট
. ব্রু টানটান করতে চাইলে ব্রু লিফট
. চোখের পাতার কুচকানো দূর করতে ব্ল্যাফারোপ্লাস্টি
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/dr.iqbalahmed
লেখক
ডাঃ ইকবাল আহমেদ
প্লাস্টিক ও এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক,
বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার :
বাংলাদেশ কসমেটিক সার্জারি , বাড়ি ৮, রোড
১৪, ধানমণ্ডি (সোবহানবাগ মসজিদের গলিতে), ঢাকা।
এপয়েন্টমেন্ট
০১৭৬৬৯৩৫২৫৪,০১৩১৪০৯৯৯২২
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.iqbalahmed