পলিহাইড্রমনিয়স হ'ল গর্ভাবস্থায় আপনার জরায়ুতে বাচ্চাকে ঘিরে থাকা এমনায়োটিক তরলের আধিক্য । ১-২% প্রেগন্যান্সিতে এই ধরনের সমস্যা হয়ে থাকে।
পলিহাইড্রমনিয়স বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু টাইপের এবং গর্ভাবস্থার দ্বিতীয়ার্ধে অ্যামনিয়োটিক তরল ধীরে ধীরে জমা হয়ে এটি ঘটে। গুরুতর পলিহাইড্রমনিয়াসের কারণে শ্বাসকষ্ট, প্রিম্যাচুর ডেলিভারি বা আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে।
টাইপঃ
১. মৃদু (mild), DSP(MVP) ৮-১১ সেমি অথবা AFI ২৫-<৩০ সেমি.
২. মাঝারি (Moderate) DSP ১২-১৫ সেমি অথবা AFI ৩০-<৩৫ সেমি.
৩. সেভিয়ার (severe) DSP >= ১৬ সেমি. অথবা AFI >= ৩৫ সেমি.
কারণসমূহঃ
* অজানা (Idiopathic) ৬০%
* মায়ের দিকের কারণ
- ফিটো ম্যাটার্নাল রক্তক্ষরণ
* বেবির দিকের কারণ
১. যে সব কারণে বেবির তরল গ্রাস (Swallowing) করার ক্ষমতা কমে যায়
যেমন- ইসুফিজিয়াল এট্রেসিয়া।
-নিউরোমাস্কুলার ডিসঅর্ডার।
২. যে সব কারণে প্রস্রাব তৈরি বেড়ে যায়।
যেমন- বেবির রক্তশূন্যতা
- ফিটোম্যাটার্নাল হিমোরেজ
- ফিটাল হেমোলাইসিস
- টুইন-টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোম।
৩. ফিটাল ক্রোমোজোমাল অস্বাভাবিকতা।
ম্যানেজমেন্টঃ
ম্যানেজমেন্ট মূলত অন্তর্নিহিত কারণের চিকিৎসার উপর নির্ভর করে এবং অতিরিক্ত অ্যামনিয়োটিক তরল জমার কারণে প্রসূতির যে শারীরিক সমস্যা দেখ দেয় তা দূর করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া সাথে জড়িত। অনিয়ন্ত্রিত মাতৃত্বকালীন ডায়াবেটিস থাকলে তা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে ।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Rumas-Ultrasound-109856337478413
লেখিকা
ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)
MBBS,MSc(Australia),FCGP,CMU,DMU, Advanced Training on TVS,Fetal Echo,Anomaly Scan,Paediatric Ultrasound,Musculoskeletal Ultrasound, Duplex Doppler,Infertility & Gynae Ultrasound,From Dhaka,Mumbai, Channai, Delhi, Gujarat.
Consultant Sonologist
Aalok HeathCare Ltd
ঠিকানাঃ
আলোক হাসপাতাল লিমিটেড
বাড়ি নং - ০১, রোড নং - ০৫, ব্লক নং - এ, সেকশন- ৬, মিরপুর, ঢাকা ১২১৬।
(মিরপুর ১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে)
সময়ঃ
সকাল - ৮.০০ টা - ৩.০০ টা পর্যন্ত
বিকাল - ৬.০০ টা - রাত্র ১১.০০ পর্যন্ত
(শুক্রবার বিকাল বন্ধ)।
অনুসন্ধানঃ
09678822822, 01769969836.
Appointment এর জন্য
+8801892696007
+8801402801628
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Rumas-Ultrasound-109856337478413