হঠাৎ করে প্রিয়জনকে হারানোর ফলে বিষণ্নতা, অতিরিক্ত মাদকদ্রব্য সেবন এবং উদ্বেগজনিত ব্যাধিগুলির ঝুঁকি বেড়ে যায়, যার মধ্যে প্যানিক ডিসঅর্ডার, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং নানা ধরনের ফোবিয়া রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের, যার ঝুঁকি অন্যান্য মানসিক রোগের চাইতে প্রায় ৩০ গুণ বেশি। এছাড়া অন্যান্য ব্যাধিগুলি বেশির ভাগ সময় বয়স্ক ব্যক্তিদের মধ্যে লক্ষণীয় হয়। যদিও বৃদ্ধ বয়সে নতুন করে মানসিক ব্যাধি হওয়ার নজির সচরাচর দেখা যায় না, তবুও প্রিয়জনের শোকে তা হতে পারে।
অনেক মানুষ প্রথম মৃত্যুর কথা জানার পর প্রাথমিক পর্যায়ে অসাড়তা অনুভব করতে পারে, কিন্তু এই শোক প্রকাশ ভিন্নভাবেও ঘটতে পারে। যেমন, প্রিয়জনের মৃত্যুকে অস্বীকার বা অবিশ্বাস করা, শোক, দুঃখ, রাগ, হতাশা, অপরাধবোধ, নিয়তিকে দোষারোপ করা এই অনুভূতিগুলো সাধারণ থেকে তীব্রমাত্রায় হতে পারে। আবেগের তীব্রতা এবং সময়কাল, মানসিক অবস্থার যতটা দ্রুত পরিবর্তন ঘটাতে পারে তার জন্য ব্যক্তি প্রস্তুত নাও থাকতে পারে।
সঠিক চিকিৎসার মাধ্যমে, মানসিক রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই উৎপাদনশীল এবং পরিপূর্ণ জীবনযাপন করতে পারে যদি সময়মত চিকিৎসা নেয়। কাজেই রোগ হলে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Dr-Fatema-Zohra-Psychiatrist-Specialist-in-Family-Medicine-293734764582169
লেখক
ডা. ফাতেমা জোহরা
MBBS(DU), MD Psychiatry (BSMMU), FMD(USTC), DHMS(BD)
মনোরোগ, যৌনরোগ ও মাদকাসক্তি নিরাময় বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
মানসিক রোগ বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Dr-Fatema-Zohra-Psychiatrist-Specialist-in-Family-Medicine-293734764582169