বাংলাদেশ মানসিক সেবা প্রদান করেন সাধারণত সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট, কাউন্সিলিং সাইকোলজিষ্ট, ট্রেইন সাইকোলজিষ্ট ও ট্রেইন ডাক্তার।
সাইকিয়াট্রিস্ট একজন মেডিকেল গ্রাজুয়েট, পরবর্তীতে মনোরোগের উপর উচ্চতর ট্রেনিং ও ডিগ্রি নেয়,
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট হলো একজন সাইকোলজি গ্রাজুয়েট পরবর্তীতে ক্লিনিক্যাল সাইকোলজিতে উচ্চতর ট্রেনিং ও ডিগ্রি নেয়,
কাউন্সিলিং সাইকোলজিষ্ট হলো একজন সাইকোলজি গ্রাজুয়েট তিনিও কাউন্সিলিং সাইকোলজিতে উচ্চতর ট্রেনিং ও ডিগ্রি নেন।
এছাড়া মানসিক রোগে ট্রেনিংপ্রাপ্ত সাইকোলজিষ্ট ও মেডিকেল গ্রাজুয়েটগনও মানসিক রোগের চিকিৎসা করতে পারেন।
কোন ব্যক্তির কাছে সেবা নেয়ার আগে
-তার বেসিক মেডিকেল বা সাইকোলজিতে ডিগ্রী আছে কিনা জেনে নিবেন
-পরবর্তীতে কি ট্রেনিং আছে তা জেনে নিবেন।
-উচ্চতর কি ডিগ্রি কোথা থেকে নিয়েছেন, জেনে নিবেন।
-সুপারভিশন নিয়ে কাজ করেছেন কিনা জেনে নিবেন।
-কি পদ্ধতিতে চিকিৎসা করবেন তা জেনে নিবেন।
মনে রাখবেন সাইকোলজিক্যাল চিকিৎসা পদ্ধতি অবশ্যই গবেষণালব্ধ ও পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি, তাই প্রশিক্ষিত ও ডিগ্রিধারী ব্যক্তি ছাড়া এ চিকিৎসা দেয়া সম্ভব না। তাই ভুয়া হতে সাবধান। তিনি আপনার সময় ও টাকার অপচয় করবেন।
লেখকঃ
জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট
বি-এস.সি (অনার্স), সাইকোলজি
পিজিটি (সাইকোথেরাপি)
এম.এস ও এম.ফিল (ক্লিনিক্যাল সাইকোলজি)।
কল্যাণ মানসিক হাসপাতাল
দক্ষিণ কল্যানপুর,মিরপুর রোড, ঢাকা
ফোন নম্বর:০১৭৪৮৭৮৭৮২৩
www.facebook.com/jianur.kabir