-
সাধারনত যে সমস্যাগুলো হলে কানে ব্যথা হয় সেগুলো হলঃ-
-
এক
কানে ময়লা জমা ।
-
দুই
বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে ।
-
তিন
মধ্যঃকর্ণে কফ জমে গেলে ।
-
চার
কানের পর্দা ফেটে গেলে ।
-
পাঁচ
কানে প্রদাহের সৃষ্টি হলে ।
-
ছয়
মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে ।
-
সাত
অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে ।
-
আট
শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে ।
কানে ব্যথা সমস্যা ছোটদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রেই হতে পারে। কানে ব্যথা বেশ যন্ত্রণাদায়ক একটি সমস্যা। এর কারণে মেজাজ খিটখিটে হয় থাকে। কানে ব্যথা তীব্র হাতে পারে এবং জ্বালা পোড়ার অনুভূতিও হতে পার। এক কানে বা উভয় কানে ব্যথা হতে পারে। কানে ব্যথার মূল কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে আমরা এখন জানবো।
বিভিন্ন কারণে হতে পারে কানে ব্যথা। যেমন – গলা ব্যথা বা চোয়ালের ব্যথার কারণেও হতে পারে কানে ব্যথা। এছাড়াও আরো যে কারণগুলোর জন্য কানে ব্যথা হতে পারে তা হল:-
-
ক
কানের পর্দার বাহিরের নালীতে ইনফেকশন হলে।
-
খ
কানে একজিমা হলে।
-
গ
কানে ময়লা জমিলে।
-
ঘ
আক্কেল দাঁতের সমস্যা হলে।
-
ঙ
কানে কোন কিছুর আঘাত লাগিলে।
-
চ
টনসিলের কারনে ও হতে পারে।
-
ছ
ঠান্ডার করুনে।
-
জ
সাইনোসাইটিসের ব্যথার করনেও হতে পারে।
লক্ষন:-
-
এক
ব্যথার কারনে ঘুম হয় না।
-
দুই
শিশুদের ক্ষুধামন্দা দেখা দেয়।
-
তিন
নাক দিয়ে পানি পড়ে।
-
চার
কানে কম শুনে।
-
পাঁচ
শিশু শুধু চিৎকার করে কান্না করে।
চিকিৎসা :-
নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ন ঔষধের সংক্ষিপ্ত বর্ননা দেওয়া হল।হোমিওপ্যাথি একটি লক্ষন ভিত্তিক চিকিৎসা তাই উল্লেখিত ঔষধ গুলি ছাড়াও রোগীর লক্ষণের উপর নির্ভর করে আরো ঔষধ আসিতে পারে।
-
ক
একোনাইট – ঠান্ডা লাগার কারনে হঠাৎ করে কানে ব্যথা-বেদনা যন্ত্রনা হয়। কটকট দপদপ করে, ছটফটানি ও ভয় কাজ করে। কোন প্রকার শব্দ বা বাদ্যযন্ত্র সহ্য হয় না।
-
খ
ক্যামোমিলা – কানের ভিতর ব্যথা, কান কটকটানি বেদনা। কানে ব্যথা বাহিরে হাটিলে উপশম হয়, ঘরে টুকিলে কানের ব্যথা বৃদ্ধি হয়। শিশু কোলে নিয়ে হাটিলে উপশম।
-
গ
বেলেডোনা – হঠাৎ আসে কিছুক্ষণ ব্যথা করে আবার ধীরে ধীরে চলে যায়, চুপ করিয়া থাকিলে ব্যথার উপশম হয়, কথা বলিলে বৃদ্ধি। কোন কিছু ভাল লাগেনা, কারো ভালো কথা শুনতেও বিষের মত মনে হয়, নড়াচড়ায় বৃদ্ধি।
-
ঘ
পালসেটিলা - কানে ভয়ানক বেদনা ও দপদপ করে, কানে যে পুঁজ হয় তাহা অত্যন্ত ঘন এবং হলদে বা একটু সবুজ রঙের। বিশেষ করে মহিলাদের কানের ব্যথায় ভালো কাজ করে।
N.B.চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
ডাঃ আয়েশা রাইসুল (গভঃ রেজিঃ H-১৫৯৮)
বি.এইচ.এম.এস (ঢাঃ বিঃ), এক্স-হাউজ ফিজিসিয়ান
বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।
চেম্বারঃ খান ক্লাসিকেল হোমিওপ্যাথি।
উওর কাজীপাড়া,মিরপুর, ঢাকা।
হেল্পলাইনঃ 01916-023571, 01976-023572 (রিসিপসন)।
ডাঃ আয়েশা রাইসুল (গভঃ রেজিঃ H-১৫৯৮) |
কানের ব্যথা কেন হয় ? এর লক্ষণ ও প্রতিকার |
কানের যত্ন |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
ইউরিন ইনফেকশন: কারণ ও প্রতিরোধের উপায় |