বাচ্চাকে খাবার কিভাবে খাওয়াতে হয় তা ৭০ ভাগ মা জানেন না। আবার কেউ জেনেও মানেন না। শুধু মা নন বাচ্চা পালার সাথে সম্পর্কিত সব ব্যাক্তি ই এই সব ব্যাপারে পূর্ববর্তী দাদা দাদির ইতিহাস টেনে এনে নিজের করা ভুল কে সত্য প্রমাণিত করার চেষ্টায় থাকেন' যা দু:খজনক!
কুষ্টিয়ার মিরপুরে এক ৫ মাসের শিশুকে মা সুজি খাওয়াতে গিয়ে মারা গেছে এমন একটা নিউজ আসলো। জানি না বাচ্চা টার আসলেই ৫ মাস কিনা। আসলে ঘটনা কি সেটাও জানি না। তবে অনেক বাচ্চাকেই চোখের সামনে ভুল পজিশনে খাওয়াতে দেখেছি যার ফলে বাচ্চার নিউমোনিয়া হয়েছে। বাচ্চার চকিং হয়েছে। ফলাফল হাস্পাতাল বা মৃত্যু। তাই ভাবলাম এই বিষয় নিয়ে কথা বলা দরকার।
বাচ্চার পজিশন ও খাবারের নিয়ম:
১.শুরু থেকেই চেয়ার সেটিং এ বসিয়ে বাচ্চা কে খাওয়াতে হবে।
২.আপনার হাতের আংগুল দিয়ে খাবার চটকে আংগুলে নিয়ে মুখে দিবেন।
৩.মুখে নেয়ার আগ্রহ হলে আবার আরেকটু দিন
৪.হাতে ধরতে দিন নাড়তে দিন ফেলতে দিন
৫. আপনি যখন খাওয়াবেন কারো।সাথে কথা বলে।বা টিভি দেখবেন না।আপনার মনোযোগ যেনো বাচ্চার খাবারে থাকে।
৬. খাবার গেলার জন্য খাবারের ফাকে পানি দিবেন না। দরকার হলে খাবারের ঘনত্ব পাতলা করে নিন। নরম করে নিন।
৭. বাচ্চা কান্না করলে সেই অবস্থায় খাবার দিবেন না।
৮. ৬ মাস হওয়ার আগে খাবার দেয়া শুরু করবেন না।
৯. বালিশে শুইয়ে দিয়ে খাবার মুখে দিবেন না
১০. কোলে নিয়ে হেটে হেটে খাওয়াবেন না।
১১. গাছপালা আকাশ বাতাস দেখিয়ে খাওয়াতে চাইলে নিন কিন্তু সেখানেও বাচ্চাকে চেয়ার পজিশনে বসান।
১২. বাচ্চা কে।খাওয়ানোর সময় কথা বলুন ছড়া গান করুন তারপর খাওয়ান।
আমি গ্রামের এক মাকে দেখেছিলাম বেবি চেয়ার এর মত ছোট চেয়ারে বাচ্চাকে বসিয়েছেন। পাশে বালিশ দিয়েছেন যাতে বাচ্চা সোজা থাকে। আর সুতি নরম ওড়না দিয়ে হালকা চেয়ারে সাথে বাচ্চাকে বেধে দিয়েছিলেন যাতে সামনের দিকে ঝুঁকে না যায়। সস্তায় কত বুদ্ধি আছে তাদের!
বিদেশি বাচ্চার বাবা মায়ের সাথে আমাদের দেশের বাবা মায়ের পার্থক্য হলো ওনারা ছোট বেলা থেকেই বাচ্চাকে একজন আলাদা সত্তা হিসেবে পালতেন থাকেন, আত্মনির্ভরশীল করে ছোট থেকেই গড়ে তুলেন আর আমরা আবেগ দিয়ে তুলুমুলু করে বাচ্চা পালতে থাকি! যত তাড়াহুড়া বাচ্চাকে খাওয়ানোর সময়!
নতুন মায়েরা অনেক কিছু ই বুঝতে পারেন না। তারা আসলে শিখতে চান কিন্তু পরিবারের একেক জনের দেয়া জ্ঞানের ভান্ডারে ওনারা বুঝে উঠতে পারেন না কি করবেন কিভাবে করবেন!! প্রয়োজন সচেতনতা ও কাউন্সেলিং ।
বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন এই সব নিয়ে কাজ করছে হবু মায়েরা বা নতুন মায়েরা বাচ্চাকে খাবার খাওয়ানোর যাবতীয় বিষয় এখান থেকে জেনে নিতে পারবেন । হায়াত জানি সৃষ্টিকর্তার হাতে তবুও ভুল প্যারেন্টিং এর কারনে একটা শিশুও যাতে আর না হারিয়ে যায় । এটাই আমাদের কাম্য
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dietitian (Ex)
Samorita Hospital
Mobile:
01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153