আমাদের অনেকেরই ভাইবোন, আত্মীয় সজন আঁকাবাকা বা উঁচুনিচু দাঁত নিয়ে সমস্যায় ভোগেন। বিশেষ করে মেয়েরা এই সমস্যার সম্মুখীন হয় বেশি।
তারা মুখ টিপে হাসে। অথবা হাসতে লজ্জা পায়। বা হাসলেও ভালো দেখা যায় না।
কিন্তু এটা যে চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়, তার হাসি টা আরো সুন্দর করা যায়, এটা অনেকেই জানিনা। জানলেও বুঝি না কার কাছে যাবো, কোথায় যাবো।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ি বিয়ের আগে। আঁকাবাঁকা দাঁতের জন্য বিয়ে হচ্ছে না এমন বহু মেয়েরা আমাদের কাছে আসছে।
লক্ষ্মণ গুলো কি কি?
- সন্তানের নিচের চোয়াল সামনে ও উপরের চোয়াল ভেতরে।
- দুধ দাঁত পড়ার আগেই স্থায়ী দাঁত ভেতর বা বাইরে দিয়ে বের হওয়া।
- দুধ দাঁত পড়ে যাবার সময়ের পরও মুখে অবস্থান করা।
- স্থায়ী দাঁত গুলো এলোমেলো ভাবে ওঠা।
কিন্তু রাতারাতি কি এই চিকিৎসা সম্ভব?
উপরে উল্লেখ করা কারন গুলো যদি আপনার সন্তান বলা কারো থাকে, তবে অতি দ্রুত ১ জন আঁকাবাঁকা উঁচুনিচু দাঁত বিশেষজ্ঞ এর সকালে যাওয়া আবশ্যক।
কারন আপনি যত দ্রুত বা সঠিক সময়ে চিকিৎসা শুরু করবেন, চিকিৎসা ততো দ্রুত ও ভালো হবে।
কোন বয়সে চিকিৎসা নেয়া ভালো?
সাধারণত ১২-১৮ বছর বয়সের মধ্যে চিকিৎসা করলে সব চেয়ে ভালো। কারন সময় কম লাগে। এর পর চিকিৎসা করলে একটু সময় বেশি দরকার হয়।
সময় কেমন লাগতে পারে?
সাধারণত ১.৫ থেকে ২ বছর সময় দরকার হয়, সমস্যার ধরন অনুযায়ী কম বা বেশি সময় লাগতে পারে।
এতে কি অন্য কোনো সমস্যা হবে?
নাহ, একদম ই না। বরং ভবিষ্যতে যাতে আপনার সন্তান মন খুলে হাসতে পারে, সেটাই নিশ্চিত করুন।
চিকিৎসা না করলে কি ক্ষতি হতে পারে?
আপনার মুখে দাঁতের অবস্থান যদি এলোমেলো হয়, তবে দাঁতের উপর এলোমেলো চাপ পড়ে। ফলে দাঁতে Dental caries, attrition, abrasion, হবে, calculus বা stain জমা হবে বেশি। তাছাড়া দীর্ঘদিন এলোমেলো থাকলে চোয়ালে Arthritis হবার সম্ভাবনা থাকবে।
আবার দাঁত শির শির করা, পানি বা মিষ্টি ধরা, ব্যাথা হবার সুযোগ থাকে।
চিকিৎসার নাম কি?
এই চিকিৎসার নাম Orthodontic treatment.
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812
লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrS-MSadique-105600987900812