আজম সাহেব (ছদ্মনাম), বয়স ৪৫ বছর।
অফিস, বাসা সব সামলে নিজের জন্য ভাবার, সময় দেয়ার সময় হয়ে ওঠে না। দাঁত ও মুখের যত্ন বলতে দিনে দুইবার ব্রাশ করা তাও প্রায়ই রাতের ব্রাশ মিস হয়ে যায়। দাঁতগুলো ইদানিং একটু কালচে কালচে লাগে তার পরও সমস্যা তো হচ্ছে না, এই ভেবে দিন চলে যাচ্ছে। একদিন ব্রাশ করতে যেয়ে ব্রাশ এ রক্ত দেখতে পেলেন। ভাবলেন হয়তো ব্রাশএর গুতায় কোথাও ক্ষত হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি লক্ষ করলেন প্রতিদিনই ব্রাশ এর সময় রক্ত আসছে এবং দিন দিন তা বাড়ছে। মাড়িটাও ফুলে গেছে। দাঁতের উপর যে প্রলেপ পড়েছিল সেগুলো এখন আর ব্রাশ দিয়ে যাচ্ছে না। মুখে দুর্গন্ধ হচ্ছে।
অফিসে যেয়ে এক কলিগ এর সাথে আলোচনা করলেন। কলিগ পরামর্শ দিলেন ডাক্তারের কাছে যাওয়া ব্যয়বহুল। তার থেকে ফুটপাত থেকে অথবা হকারের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকার ভেতর পাউডার পাওয়া যায় যা নাকি দাঁত মুক্তার মত ঝকঝকে করে দেয়, মাড়ির সমস্যা কমিয়ে দেয়।
আজমল সাহেব সেই কথা মত কাজ করলেন। ২-৩ দিন যেতে না যেতেই প্রচন্ড শিরশির এবং ব্যথা শুরু হল, রক্তের যায়গায় পুঁজ আসা শুরু হল। এবার তাকে বাধ্য হয়েই ডাক্তারের এসে চিকিৎসা গ্রহণ করা লাগল। চিকিৎসার পর আলহামদুলিল্লাহ তিনি সম্পুর্ণ সুস্থ।
***কারণ অনুসন্ধানঃ সহজ ভাবে বোঝাতে গেলে আমাদের মুখের লালার ভেতর অনেকরকম খনিজ আয়ন থাকে যা দাঁতের গোড়ায় জমতে থাকে। সেখানে খাদ্যকণা জমে এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে মাড়ির ইনফেকশন হয় যার মাধ্যমে মাড়ির প্রদাহ, মুখে দুর্গন্ধ, রক্ত ও পুঁজ পড়া, দাঁতের লিগামেন্ট নষ্ট হওয়া, সাথে মাড়ির হাড় ক্ষয়, এবং দাঁত পড়ে যেতে পারে।
**চিকিৎসাঃ
- সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে এবং মুখের যত্ন নিতে হবে। ভুল নিয়মে দাঁত ব্রাশ করলে দাঁতের ক্ষতি বেশি হয়।
- বছরে দুই বার, কমপক্ষে একবার ডেন্টাল স্কেলিং করাতে হবে। মনে রাখতে হবে, স্কেলিং শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য নয়, বরং এটি মাড়ির অন্যতম চিকিৎসা।
- বছরে দুইবার ডেন্টাল চেক আপ করাতে হবে।
*** একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে স্কেলিং করলে দাঁত পাতলা অথবা ফাকা হয়ে যায় যা পুরোটাই অমূলক। স্কেলিং এর মাধ্যমে দাঁতের উপরে এবং মাঝে থাকা ময়লা এবং পাথরসমূহ সরে যায় ফলে দাঁতের মাঝে ফাকা মনে হয় যেটা ন্যাচারাল গ্যাপ যা ক্যালকুলাস (পাথর) দিয়ে আটকানো ছিল। সাথে কিছুদিন শিরশিরও করতে পারে যেটা কিছুদিনের ভেতরই ঠিক হয়ে যায়।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812
লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল