বর্তমান সময়ের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে মনে করতে পারে, ডায়াবেটিস হয়েছে , এখানে দাঁতের আবার কী বিষয় রয়েছে। দাঁতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দাঁত ক্ষয় থেকে শুরু করে শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও সমস্যা ছড়িয়ে দেয়।
ডায়াবেটিস হলে রোগীদের মুখে কী কী সমস্যা হচ্ছে, এটি প্রত্যেকটা রোগীর জানা উচিত। এটা থেকে তার আরো মারাত্মক কিছু হতে পারে।
প্রথমত, রোগীদের মধ্যে অনেকেই এসে বলেন আমার মুখে রক্তপাত হচ্ছে, আমার মুখে দুর্গন্ধ হয়, আমি কী করব? এর উৎস কী? যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের দেখা যায় স্যালাইভা বা লালার অভাব। লালার নিঃসরণ কমে যায়। যদি লালা কমে যায়, তাহলে সেগুলো সব দাঁতের গোঁড়ায় গোঁড়ায় লেগে থাকে। মুখটা শুষ্ক থাকে। যখন এই প্লাকগুলো লেগে থাকে, তাতে তার মাড়িতে সমস্যা হয়। মাড়িতে কী সমস্যা হয়? দেখা যায়, মাড়ি লাল হয়ে গেছে, ফুলে গেছে, স্পর্শ করলে রক্তপাত হয়। এসব সমস্যা প্রথমে হয়।
দ্বিতীয় পর্যায়ে গিয়ে ডায়বেটিস রোগীদের পেরিওডেন্টাল সমস্যা হয়। পেরিওডেন্টাল সমস্যায় মাড়িগুলো যখন ফুলে যায়, যখন খাদ্যকণাগুলো প্রত্যেকটি দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে থাকে, তখন ব্যাক্টেরিয়াগুলোর বৃদ্ধি বেড়ে যায়। ব্যাক্টেরিয়াগুলো তখন বিষাক্ত পদার্থ বের করে। মাড়ির সঙ্গে দাঁতের যেই সংযোগ সেটি কিন্তু নষ্ট করে দেয়। সেই হাড়গুলো খেতে থাকে। সেই হাড়গুলো যখন খেতে থাকে, তখন তার দেখা যায় হাড় নষ্ট হয়ে গেল, তখন আস্তে আস্তে দেখা যায় সেই দাঁতগুলো নড়ছে। দেখা যায় যখন তার দাঁত নড়ার কথা নয়, তখনই তার দাঁত নড়ছে। মাড়ির সমস্যা যখন হয় এটি নিরাময়যোগ্য। সময়মত চিকিৎসা না নিলে দাঁতটা নড়তে থাকে। এতে চিবাতে পারে না। এতে লিভারে ডিসফাংশন শুরু হয়ে যেতে পারে।
সামনের দাঁতগুলোতে যদি কারও পেরিওডেন্টাল সমস্যা হয়, দাঁতগুলো যদি নড়তে থাকে, তাহলে এসথেটিক সমস্যা অর্থাৎ দেখতে খারাপ হতে পারে। আস্তে আস্তে দেখা যায় দাঁতগুলো নড়ে যাচ্ছে। যদি সচেতন থাকা যায়, এটি কোনো রোগই নয়। এই জন্য রোগীকে বছরে অন্তত দুই বার ডেন্টিস্টের কাছে যেতে হবে
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
ডাঃ তারিকুল সরকার (তারেক)
বি,ডি,এস (ডি, ইউ) সি,ডি,সি
পি.জি.টি (ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
বি.এইচ.এস (আপার)
বি.এম.ডি.সি রেজি:৮০৮৯
এক্স মেডিকেল অফিসার,সিটি ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
স্পেশাল ট্রেনিং অন কসমেটিক্স ডেন্টিস্ট্রি
রোগী দেখার সময় :
শুক্র, শনি, রবি ও সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য যোগাযোগ:
০১৬৭৪-৮০০৩৩৩
০১৭৫৪-১০২৩২৩
ডাঃ তারেক ডেন্টাল সলিউশন
স্থান: সেন্ট্রাল হাসপাতাল,সদর রোড বাজীর মোড়, নরসিংদী।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.tareqdenlsolution