নবজাতক এবং খুব অল্প বয়স্ক শিশুদের দাঁতে ক্ষয় সাধারণত 'Nursing bottle caries' হিসাবে পরিচিত।
কারণ:
'Nursing Bottle Caries ' হওয়ার প্রধান কারণ হলো ঘন ঘন এবং দীর্ঘমেয়াদী শর্করাযুক্ত তরল খাবার শিশুর দাঁতের সংস্পর্শে আসা। এই ধরনের কিছু তরল জাতীয় খাবারের মধ্যে রয়েছে দুধ, ফর্মুলা , ফলের রস, সোডা এবং অন্যান্য মিষ্টি পানীয়। এই ধরনের তরল জাতীয় খাবারের মধ্যে থাকা শর্করা(sugar) শিশুর দাঁত এবং মাড়ির চারপাশে জমা হয় এবং Dental Plaque সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে ব্যবহৃত হয় । যখনই কোনও শিশু মিষ্টি জাতীয় তরল খাবার গ্রহণ করে তখন plaque সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সমূহ এসিড তৈরি করে যা শিশুর দাঁত এবং মাড়িকে আক্রমণ করে এবং দাঁত ক্ষয় হতে শুরু করে।
'শিশুর প্রথম দাঁত ওঠা: ব্যাথা, লক্ষণ ও প্রতিকার'লেখাটি পড়তে এখানে ক্লিক করুন
প্রতিরোধ :
- বাচ্চাদের কখনোই বোতলের দুধ, ফলের রস বা অন্যান্য মিষ্টি জাতীয় তরল খাবার মুখে নিয়ে ঘুমিয়ে পড়তে দেওয়া যাবে না।
- দাঁত সুস্থ রাখতে দিনে একবার শিশুর মাড়ি পরিষ্কার এবং ম্যাসেজ করা হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
- আঙুলের চারপাশে আর্দ্র গজ বা পরিষ্কার নরম কাপড় জড়িয়ে মাড়ি আলতোভাবে ম্যাসেজ করতে হবে।
- প্রথম শিশুর দাঁত উঠার পর পরই Plaque যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে সচেতন হতে হবে ।
- বাচ্চার দাঁত ব্রাশ করার সময় নরম টুথব্রাশ ব্যবহার করতে হবে ।
- ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে।
- সন্তানের বয়স ৬ থেকে ১২ মাস হলেই তাদের প্রথম ডেন্টাল চেকআপ শুরু করা উচিত।
* যদিও ' Nursing Bottle Caries ' সাধারণত উপরের সারির সামনের দাঁতে বেশি হয়, তবে অন্যান্য দাঁতও আক্রান্ত হতে পারে।
আপনি যদি মনে করেন, শিশুর দাঁতগুলি অস্থায়ী এবং তাই গুরুত্বপূর্ণ নয়, তাহলে সে ধারণা ভুল। শিশুর দাঁত খাওয়া, কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তারা প্রাপ্তবয়স্ক দাঁতের স্থানধারক হিসাবেও কাজ করে।
যদি 'Nursing Bottle Caries '-র চিকিৎসা না করা হয় তবে তা ব্যথা এবং ইনফেকশন সৃষ্টি করতে পারে। আপনার শিশু যদি বোতল থেকে মিষ্টিযুক্ত তরল পান করে বা বোতল মুখে নিয়ে ঘুমায় তবে দেরি না করে অভ্যাসটি পরিবর্তন করে শিশুর 'Nursing Bottle Caries ' হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করুন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812
লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrS-MSadique-105600987900812