ক্যান্সার চিকিৎসা একটি দীর্ঘ মেয়াদি চিকিৎসা। এবং এই চিকিৎসার যেহেতু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই এই চিকিৎসা চলাকালীন একজন ব্যক্তির কিছু শারীরিক সমস্যা বা উপসর্গ দেখা দিতে পারে । এই উপসর্গের নিরাময়ে চিকিৎসক নিয়মিত ভাবে কিছু মেডিসিন দিয়ে দেন এবং তাতেই উপসর্গ নিয়ন্ত্রণে থাকে।
এরপরো কিছু উপসর্গ যদি নতুন করে দেখা দেয় বা ওষুধ নেয়ার পরেও নিয়ন্ত্রণে না আসে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন।
কখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেনঃ
★ জ্বর (১০০.৫ থেকে ১০১°) যা মেডিসিন গ্রহণের পরও কমছে না
★ হঠাৎ কাপুনি দিয়ে জ্বর, শরীরে র্যাশ, চুলকানি বা যেকোন ধরনের এলার্জিক রিয়াকশন
★ হঠাৎ হাত,পা, মুখ, গলা বা সম্পূর্ণ শরীর ফুলে গেলে
★ তীব্র শীতের অনুভূতি বা হাত পা ঠান্ডা হয়ে আসা
★ কেমোথেরাপির স্থানে ব্যথা, ফুলে উঠা বা স্কিনের রঙের পরিবর্তন
★তীব্র ডায়রিয়া বা বমি, অথবা পরিমাণে অল্প হলেও যা সহজে সারছে না
★ মলমূত্রের সাথে রক্ত গেললে
মনে রাখবেন, সঠিক চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া ভালো হয়। জীবনের সাথে কোন ঝুঁকি নয়।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/drmasumulhaque
লেখক
DR. MOHAMMAD MASUMUL HAQUE
MBBS,MPH(NCD)
Trained in cancer screening & Prevention
(Tata memorial Cancer Center,Mumbai)
Cancer Prevention Physician
Resident Medical Officer
Bangladesh Cancer Society Hospital & Welfare Home.
Chamber
FORTUNE HEALTHCARE LTD
23/c,Zigatola Main Road, Dhaka-1209
Hotline +8801552-221222
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/drmasumulhaque