বন্যার মতন দূর্যোগ পূর্ণ পরিস্থিতিতে প্রধান কাজ হলো মাথা ঠান্ডা রাখা। বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা করুন।
বন্যায় করনীয় :
- বন্যায় সবচেয়ে বিপদজনক হলো আপনার টিভি, ফ্রিজ, সুইচ বোর্ড সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম যেকোনো সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেতে পারে।তাই এসব থেকে বাচ্চাদের দূরে রাখুন।
- মোবাইলে চার্জ রাখুন।
- হাতে নগদ টাকা রাখুন।
- ঘরে শুকনো খাবার ও মোমবাতি রাখুন।
- যাদের পুকুরে মাছ আছে, দ্রুত জাল ফেলে মাছ আটকে ফেলুন।
- প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম হাতে কাছে রাখুন।
- বাচ্চাদের সাবধানে রাখুন।
- ডুবে যাওয়া গর্ত থেকে এ সময় সাপ বেড়িয়ে আসবে, এটা মাথায় রাখুন।
- চোখ কান খোলা রাখুন, কারন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চোর ডাকাতদের উপদ্রব বাড়ে।
- সবদিকে সজাগ দৃষ্টি রাখুন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/trust.a.dietitian
লেখক
Nusrat Jahan
Nutrition and Diet Consultant
অনলাইন কাউন্সিলিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে, 01881925632,
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/trust.a.dietitian