কেন?
কারণ রাতে ঘুমানের পর মুখে লালার নিসরণ কম হয়ে থাকে! স্যালিভা(লালা) মুখে এন্টিসেপ্টিক হিসাবে কাজ করে ব্যাক্টেরিয়াগুলো ধ্বংস করে।
আশ্চর্য কথা হচ্ছে, দাঁতে খুব ক্ষুদ্র জায়গাতেও প্রায় ১০ বিলিয়ণ ব্যাক্টেরিয়া থাকতে পারে! আর সমগ্র পৃথিবীতে প্রায় ৭.৭৪বিলিয়ন জনসংখ্যা বাস করে! তার মানে আপনার আমার দাঁতে যে পরিমাণ জীবাণু আছে, দুনিয়ার সকল মানুষের চেয়েও বেশি!
প্রায় ৪০০ধরণের ব্যাক্টেরিয়া রয়েছে আমাদের শরীরে। যার অনেকগুলো আমাদের জন্য বেশ ক্ষতিকারক। একজন মানুষের গড়ে প্রতিদিন (৫০০মি.লি - ১.৫লিটার) স্যালিভা সেক্রেরেশন হয়ে থাকে! যা আমাদের দাঁত, মাড়ি ও মুখ গহব্বরে কে জীবাণুর হাত থেকে রক্ষা করে!
আজব কথা হচ্ছে কি, যদি আমাদের মুখগহ্বররে স্যালিভারি সেক্রেরেশন না হতো, তাহলে আমাদের মুখ ও গহবরের আলসার জন্য নানা রকম রোগে আক্রান্ত হয়ে খুব দ্রুতই মারা যেতাম! যেমন, মুখের ক্যান্সার!
রাতে টুথব্রাশ না করা হলে, মুখে ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি। কারণ, রাতে যেসব খাবার খাই সেসব খাদ্য কনিকা দাঁতের মাঝে থেকে যায়, যা ব্যাক্টেরিয়াগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে। এর থেকে ক্যাভিটি তৈরি হয়!
এজন্যই, আমাদের অবশ্যই, প্রতিদিন রাতে ও সকালে ব্রাশ করা খুবই জরুরী! যেন দাঁতের ফাকের খাবার পরিষ্কার হয়ে যায় এর ফলে, রাতের এই স্যালাইভা কম সিক্রেশানের সময়টাতে যেন ব্যাক্টেরিয়া আমাদের দাতের ক্ষতি করতে না পারে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812
লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrS-MSadique-105600987900812