আমাদের সিনিয়র প্রফেসররা যারা চেম্বারে দিনে ত্রিশের উপর রোগী দেখেন তারা চাইলেই তাদের চেম্বারটিকে একটা ছোটখাট ইন্সিটিটিউশন হিসেবে রূপ দিতে পারেন৷ সবার আগে যেটি করা দরকার সেটি হলো একজন ক্লিনিক্যাল এসিস্ট্যান্ট রাখা। একজন বা দুইজন এমবিবিএস পাশ করা ডাক্তারকে তারা এই কাজে নিয়োগ দিতে পারেন। রোগীদের প্রোপার হিস্ট্রি নেওয়া ও ডাটা এন্ট্রির কাজটি তারা করবেন। প্রোপার MIS তারা মেইন্টেইন করবেন। ডাক্তার রাখতে না পারলে নিদেন পক্ষে একজন ট্রেইন্ড নার্স হলেও চলবে। এখন অনেক বিএসসি নার্স পাশ করে বেরিয়েছে এদের পড়াশুনা, বেসিক আইকিউ, প্রফেশনাল স্কিল ভাল।
একটা এন্ডোস্কোপি করার আগে তার প্রোপার হিস্ট্রি নেওয়া জরুরি। রোগীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানোর আগে তার স্লিপ এপনিয়া আছে কিনা, শ্বাসকষ্ট, এজমা, বুকে ব্যথা, হার্টের সমস্যা আছে কিনা এসব প্রশ্ন করে জেনে নিতে হবে। প্রয়োজনে লিডিং কোশ্চেন করতে হবে৷ প্রটোকল অনুযায়ী ইনভেস্টিগেশন তো মাস্ট। 'আমাদেরকে তো রোগীর লোক কিছু বলেনাই' এই কথা বললে ভাল শোনাবেনা৷ হিস্ট্রি বের করে নেওয়া ডাক্তারেরই কাজ।
যে কোন প্রসিডিউরের আগে দুই পাতার একটা হিস্ট্রি ফর্ম পূরণ করা এমন কোন কঠিন কাজ নয়। এখানে একজন গ্রাজুয়েট ডক্টর থাকলে কাজটি সহজেই সম্ভব। এতে করে জুনিয়র ডাক্তারদেরও কাজের ক্ষেত্র বিস্তৃত হয়৷ বিশেষায়িত ক্ষেত্রে তাদের কাজের আগ্রহও বাড়বে।
অধিকাংশ প্রফেসরের চেম্বারে কোন ক্লিনিক্যাল এসিস্ট্যান্ট নেই। ইন্টারপাশ কিছু ছেলে মেয়ে নাম মাত্র টাকায় চেম্বার এটেন্ডেন্ট হিসেবে কাজ করে। মূলত সিরিয়াল দেয় এরা। ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর উচিত এদিকে নজর দেওয়া। অন্তত প্রসিডিউর রুমগুলোতে একজন ডাক্তার রাখা খুব জরুরি।
এন্ডোস্কোপি করতে গিয়ে একটা মানুষ মারা যাবে এটা আপনি হাজার মেডিকেল টার্ম দিয়ে বোঝালেও মানুষ বুঝবেনা। বাড়িতে ঘুমের মধ্যে মারা গেলে কেউ কাউকে দুষবেনা। বলবে শান্তিতে মারা গেছে৷ হাসপাতালে মারা গেলে ডাক্তারের মাফ নাই। এটাই বাস্তবতা।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/gulzarhematologist
আলোচকঃ
ডাঃ মোঃ গুলজার হোসেন
এমবিবিএস, এমডি (হেমাটোলজি)
রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ
সহকারি অধ্যাপক
রক্তরোগ বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
চেম্বার:
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তর বাড্ডা শাখা, প্রগতি সরণি, ঢাকা।
এপয়েন্টমেন্ট নিতে ফোন করুন:
01792402278 01841122215
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/gulzarhematologist