ফুসফুস আমাদের জন্য একটি অপরিহার্য অঙ্গ। বর্তমান করোনা পরিস্থিতিতে যেহেতু ফুসফুস আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, তাই এটি ভালো রাখতে আমাদের আরও বেশি সতর্ক থাকা দরকার। চলুন জেনে নেই কিভাবে ফুসফুসকে ভালো রাখতে পারেন :
১. সবার আগে ধূমপান ত্যাগ করতে হবে। কারণ ধূমপায়ীদের করোনা হলে ফুসফুসের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই অনেকদিন ধরে যারা ধূমপান ছাড়ার কথা ভাবছেন, তাদের জন্য এটাই ভালো সময়।
২. এছাড়া যে জিনিসটি গুরুত্বপূর্ণ তা হলো বাতাসের কোয়ালিটি। আপনি যে এলাকায় বাস করেন সেখানকার বাতাস কি রকম তার উপর আপনার ফুসফুসের স্বাস্থ্য অনেকটা নির্ভর করবে। ওই এলাকায় অনেক বেশি শিল্পকারখানা থাকলে বা বাতাসে ধুলাবালি ও সিসার পরিমাণ বেশি থাকলে তা ফুসফুসের ক্ষতি করে। তাই কোন কারণে এ রকম কোন এলাকায় গেলেও ভারি সুরক্ষাযুক্ত মাস্ক ব্যবহার করতে হবে।
৩. আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের ভঙ্গী। বসা, দাঁড়ানো বা হাঁটার সময় ঝুঁকে থাকলে বা কুঁজো হয়ে থাকলে তা ফুসফুসের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। সেজন্য যতটা সম্ভব সোজা হয়ে বসা বা দাঁড়ানোর অভ্যাস করলে তা ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।
এবার চলুন জেনে নেই ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার কিছু টিপস
প্রতিদিন আট থেকে দশ মিনিট বিভিন্ন ধরনের স্বাস-প্রশ্বাসের ব্যায়াম (ব্রীদিং এক্সারসাইজ) করলে তা ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।
কিছু খাবার আছে যেগুলো ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। যেমনঃ কাঁচা রসুন। প্রতিদিন এক-দুই কোয়া কাঁচা রসুন খেলে তা ফুসফুসের উপকার করবে। তবে, কখনই এক থেকে দুই কোয়ার বেশি খাওয়া যাবে না।
এছাড়া ফুসফুস ভালো রাখার জন্য জরুরি হলো তরল জাতীয় খাবার। তাই প্রচুর পরিমাণে পানি, ফলের রস, ডাবের পানি, আদা চা, লেবু চা, মসলা চা ইত্যাদি খেতে হবে।
এর সাথে বেশি বেশি করে শাকসবজি ও ফলমূল খেতে হবে। যত বেশি রঙিন শাকসবজি ও ফল খাওয়া হবে ফুসফুস তত ভালো থাকবে কেননা এগুলোতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট।
সবশেষে, প্রতিদিন এক থেকে দেড় মিনিট জোরে জোরে হাসার চর্চা করতে হবে। অট্টহাসি ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
ধন্যবাদ
পুষ্টিবিদ জয়তী মুখার্জী
ডায়েট এন্ড নিউট্রিশন কনসালটেন্ট শিওরসেল মেডিকেল এক্স নিউট্রিশন কনসালটেন্ট ভি.এল.সি.সি & ভাইবস হেলথ কেয়ার এম.এস.সি এন্ড বি.এস.সি ( খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ) ডি.ইউ ট্রেইন্ড ইন সি.এন.ডি (বারডেম)
চেম্বার -surecell medical Gulshan 1, Dhaka
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Nutritionist.Jayoti