আমাদের বাপ মায়েরা আগে স্কুলে যেয়ে শিক্ষক কে বলে আসতেন ' স্যার / ম্যাডাম এই যে আপনার স্টুডেন্ট কে দিলাম এর মাংস আপনার হাড্ডি আমাদের '
এই কথা বলার সময় শুনে ভীষণ আশ্চর্য হয়ে যেতাম কি বলে এগুলা!! আমার জিনিস এরা এভাবে ভাগ করে নিচ্ছে! এই জীবনের কোন দাম ই নাই। এই রকম ভাবে নিজের সন্তান কে বলি দান করে দিলো!
এই লাইন বলার পরেও শিক্ষক কোন দিন ও গায়ে হাত তুলেন নাই। শাস্তির ভয় ছিলো। দেরি হলে বাইরে দাঁড়ায় থাকতে হবে। টিফিন লেটে হবে! বন্ধু রা হাসবে! পিছিয়ে যাবো! খেলায় নিবে না। কিন্তু কোন দিন শিক্ষক দের দেখি নাই মেরে জর এনে দিয়েছে! কোথায় কতটুকু আদর দিয়ে কাজ আদায় করবেন। কোথায় ধমক দিবেন। কখন শাস্তি হবে সব কিছুই মাপ মতোই বরাদ্দ থাকতো।
আর এখন দেখি কিছু অভিভাবক আগে সন্তানের কাছ থেকে শিক্ষক কি করলেন শুনতে ই ব্যস্ত। 'মিস আমাকে বকা দিয়েছে ' বাচ্চা অভিযোগ করলেই স্কুল ই বদলিয়ে ফেলেন! তাদের এত আদরের সন্তান। যা চাইবে যেভাবে চাইবে না দিলে কলিজা ফেটে যাবে কষ্টে! কিন্তু সন্তান একজন আদর্শ মানুষের গুণাবলী গুলো যে অর্জন করতে পারলো না সেই ব্যাপারে কপালে চিন্তার রেখা দেখা যায় না কলিজা ফাটা ত দূরে থাক।
আপনার সন্তান কে কিভাবে আপনি শিষ্টাচার শিখিয়েছেন, লালন পালন করেছেন তার ই প্রতিচ্ছবি সেই বাচ্চা টির ব্যবহার! আপনার সন্তান যদি ভার্সিটি তে যেয়ে সুন্দরি ম্যাডামের ক্লাস করে এসে ফেসবুকে পোস্ট দেয়
'ক্রাশ খাইছি রে আইজকা মাম্মা, ম্যাডাম ত পুরাই মাল একটা'....... তাহলে আপনি দাবী করতে পারেন না যে আপনি তাকে সুশিক্ষা দিয়েছে সরি টু সে!!!
চাওয়া মাত্র ই পেয়ে যাওয়া আমাদের এই প্রজন্ম কে নিয়ে ভয় হয়। ইদানীং কালে উঠতি বয়সের ছেলেদের রাস্তা ঘাটে চলার পথে বিশ্রী ভাষা শুনে ভয় হয়। সামনে এক ভয়ংকর অসুস্থ প্রজন্ম তৈরি হচ্ছে! বাবা মায়ের দায়িত্ব সন্তান কে ছোট থেকেই একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। বাড়ির পরিবেশে ই কিন্তু শিষ্টাচার শেখার সকল উপকরন থাকে। মুরুব্বি দের সামনে কিভাবে দাড়াতে হয়,কেউ আসলে সালাম দিতে হয়, বড় কেউ আসলে চেয়ার ছেড়ে দাঁড়াতে হয়। খাবার ভাগ করে সবাই মিলে খেতে হয়। টাকা জমিয়ে গরিব কে দান করতে হয়। শিক্ষক কে সমীহ করে চলতে হয়। এই ছোট ছোট শিক্ষা গুলো ঘর থেকেই আসে।
এইজন্য কিন্তু বইয়ের পাতায় দেখবেন লিখা পরিবার শিশুর প্রথম বিদ্যালয়।
সন্তান ছেলে বা মেয়ে যেই হোক তাকে সুশিক্ষায় গড়ে তুলতে চিন্তিত হোন। এটা অবশ্যই যে, বাবা মা হয়ে একটি সন্তান কে মানুষ করতে অনেক কষ্ট করতে হয়। আপনার এই কষ্ট যেন বিফলে না যায়, ভবিষ্যৎ এ যেনো আপনাকে প্রশ্ন বিদ্ধ হতে না হয় যে কেমন সন্তান জন্ম দিলাম!!! সন্তান কখনো খারাপ মানুষ হিসেবে জন্ম নেয় না। আমরাই তাদের কে সঠিক পথে বড়তে করতে পারি না ভুল করি।
প্রার্থনা করি, প্রজন্ম থেকে প্রজন্মে সন্তান রা বেড়ে উঠুক মানবিক মানুষ হিসেবে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dietitian (Ex)
Samorita Hospital
Mobile:
01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153