বিভিন্ন লেখালেখি এবং ভিডিওতে পুষ্টিবিদরা সাধারণত জেনারালাইজড তথ্য নিয়েই আলোচনা করেন। সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সেগুলো অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হলেও যাদের রোগের হিস্ট্রি রয়েছে বিশেষ করে একাধিক রোগের হিস্ট্রি রয়েছে তাদের জন্য জেনারালাইজড পরামর্শ থেকে রোগ ভিত্তিক পরামর্শ এবং খাদ্য ব্যবস্থাপনা অধিক গুরুত্বপূর্ণ। একেক রোগের জন্য খাবারের পরিকল্পনার বিশেষ তারতম্য হয় যেটা রোগীর হিস্ট্রি না নিয়ে সাধারণ ভাবে লেখা কিংবা আলোচনায় সমাধান করা সম্ভব নয়। এক্ষেত্রে স্বাস্থ্যের অবস্থা অনেকাংশে হিতে বিপরীত হতে পারে। তাই সাধারণ পরামর্শে উপকার আসলেও রোগ ভিত্তিক পরামর্শের জন্য অবশ্যই পুষ্টিবিদের সাথে কথা বলে নেওয়া প্রয়োজন।
এই রমজানে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, কিডনি রোগ, হাইপারটেনশন, হাইপারইউরেসেমিয়া (হাই-ইউরিক এসিড), থাইরয়েড, আইবিডি-আইবিএস, গর্ভবতী পেশেন্টরা সুস্থ থাকেতে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ মোতাবেক ডায়েট প্ল্যান মেনে চলবেন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/NutritionistMonia
লেখক
পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু
নিউট্রিশনিস্ট, বায়োজিন কসমেসিউটিক্যালস (উত্তরা ব্রাঞ্চ)
এক্স-ডায়েটিশিয়ান, ভাইবস হেল্থ কেয়ার বাংলাদেশ এবং বেক্সিমকো ফার্মা ডায়েট কেয়ার ডিভিশন
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/NutritionistMonia