আমরা যারা গর্ভবতী বা বেবি নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তারা চিন্তিত থাকি কত সপ্তাহে ডেলিভারি করাবো সেটা নরমাল বা সিজার যা হোক না কেন, তাই না? আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
একটি সিংগেল সুস্থ স্বাভাবিক প্রেগন্যান্সি শেষ মাসিকের প্রথম দিন (LMP) থেকে ই ডি ডি (EDD) পর্যন্ত গড়ে প্রায় ২৮০ দিন (৪০ সপ্তাহ) স্থায়ী হয়ে থাকে। প্রথম থেকেই প্রতি সপ্তাহে বেবির বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হতে থাকে। এই ডেভেলপমেন্ট আপনার বেবি জন্মগ্রহণ করার পূর্ব পর্যন্ত হয়ে থাকে। ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে ডেলিভারি হলে তাকে প্রিম্যাচুর ডেলিভারি বলে। এতে বেবি শ্বাস কষ্ট জনিত সমস্যা, লিভার জনিত সমস্যায় ভুগতে পারে, এমনকি সেরিব্রাল পলসির ( CP) ঝুঁকি থাকে। এই ধরনের ডেলিভারি সাধারণত কোন মেডিকেল মেডিকেল কারণ ছাড়া করা হয় না।
২০১৩ সালের আগ পর্যন্ত গর্ভাবস্থার ৩৭-৪২ সপ্তাহের মধ্যে যে কোন সময়ে ডেলিভারিকে টার্ম ডেলিভারি বলা হত। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ৩৯ সপ্তাহ পর্যন্ত বেবির ফুসফুস ও মস্তিষ্কের উল্লেখযোগ্য বিকাশ ঘটে। তাই সুস্থ ও ঝুঁকি মুক্ত প্রেগন্যান্সিতে ডেলিভারির জন্য ৩৯ সপ্তাহ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সব চেয়ে সুস্থ সবল বেবি হওয়ার সম্ভাবনা থাকে বলে বিবেচনা করা হয়।
আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনকোলজিস্টস (ACOG) ও সোসাইটি ফর ম্যাটার্নাল-ফিটাল মেডিসিন (SMFM) টার্ম প্রেগ্ন্যান্সিসমুহকে নিন্মলিখিত ভাবে সংজ্ঞায়িত করেছেন।
* আর্লি টার্ম ( Early term): যদি বেবি ৩৭ সপ্তাহ ০ দিন থেকে ৩৮ সপ্তাহ ৬ দিনের মধ্য জন্মগ্রহণ করে।
* ফুল টার্ম (Full term): যদি বেবি ৩৯ সপ্তাহ ০ দিন থেকে ৪০ সপ্তাহ ৬ দিনের মধ্যে ডেলিভারি হয়।
* লেইট টার্ম (Late Term): যেখানে বেবি ৪১ সপ্তাহ ০ দিন থেকে ৪১ সপ্তাহ ৬ দিনের মধ্যে জন্ম নেয়।
* পোস্ট টার্ম (Post term) : ৪২ সপ্তাহ ০ দিনের পর বেবি ডেলিভারি হয়ে থাকলে।
টার্ম সংক্রান্ত এই সকল সংজ্ঞা সমূহ আপনাদের সবার জানা উচিত। এতে আপনি আপনার গাইনকোলজিস্টের সাথে আলোচনা করে আপনার ও আপনার বেবির মংগলার্থে ডেলিভারির জন্য সব চেয়ে ভাল সময়টা বেচে নিতে পারবেন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Rumas-Ultrasound-109856337478413
লেখিকা
ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)
MBBS,MSc(Australia),FCGP,CMU,DMU, Advanced Training on TVS,Fetal Echo,Anomaly Scan,Paediatric Ultrasound,Musculoskeletal Ultrasound, Duplex Doppler,Infertility & Gynae Ultrasound,From Dhaka,Mumbai, Channai, Delhi, Gujarat.
Consultant Sonologist
Aalok HeathCare Ltd
ঠিকানাঃ
আলোক হাসপাতাল লিমিটেড
বাড়ি নং - ০১, রোড নং - ০৫, ব্লক নং - এ, সেকশন- ৬, মিরপুর, ঢাকা ১২১৬।
(মিরপুর ১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে)
সময়ঃ
সকাল - ৮.০০ টা - ৩.০০ টা পর্যন্ত
বিকাল - ৬.০০ টা - রাত্র ১১.০০ পর্যন্ত
(শুক্রবার বিকাল বন্ধ)।
অনুসন্ধানঃ
09678822822, 01769969836.
Appointment এর জন্য
+8801892696007
+8801402801628
www.facebook.com/Rumas-Ultrasound-109856337478413